মহামারী করোনার জেরে ত্রস্ত গোটা বিশ্ব। করোনাকে রুখতে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। তাঁদের ধন্যবাদ জ্ঞাপন থেকে শুরু করে বাহবা দিতে গুগল ডুডলের সিরিজ প্রকাশ করেছিল। এবার অন্য একটি ডুডল সিরিজ আনলো সার্চ ইঞ্জিন গুগল (Popular Google Doodle Games)। লকডাউনে বাড়িতে বসে থেকে বোর হচ্ছেন। মানসিক অসুস্থতা মাথাচারা দিচ্ছে। তাই ডুডলের সঙ্গে খেলুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭। গুগল ডুডলের জনপ্রিয় গেম, আপনার মন ভাল করে দেবে। গতকাল ইউজারদের জন্য গুগল দিয়েছিল মিনিগেম। পুরনো ঝুলি থেকেই বেরিয়েছিল কোড কিডিং। আজকে ইউজারদের বাড়িতে বসে ক্রিকেট খেলার অবকাশ দিচ্ছে ডুডল।
গুগল ডুডলে ক্রিকেট খেলার খবর দিল। যখনই আপনি প্লে আইকনে ক্লিক করবেন আপনাকে সঙ্গে সঙ্গে জনপ্রিয় গেম ক্রিকেটের ২২ গজে পৌঁছে দেওয়া হবে। গুগল ডুডল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ তৈরি হল ওই বছরের ১ জুনে। গেমটি আসলে ক্রিকেট খেলা। সেখানে একটা ছোট্ট ব্যাটও আছে। বল সুইং করলেই আপনাকে ব্যাট কাজে লাগাতে হবে। প্রত্যেক বল ব্যাটের সঙ্গতে এলেই স্কোর দেখাবে। ততক্ষণ টানা খেলতে পারবেন, যতক্ষণ না আউট হচ্ছেন। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে বসে খেলতে সকলকে অনুরোধ করছে গুগল। আরও পড়ুন- Lalu Prasad Yadav: করোনা রোগীর সংস্পর্শে তাঁর চিকিৎসক, লালু প্রসাদ যাদবের কোভিড-১৯ টেস্ট হবে আজ
এই গেমটি ভীষণই আকর্ষণীয় ও আসক্তিমূলক খেলা। সেই সময় এই গেমটি বেশ কিছুদিন টানা খেলার সুযোগ পেয়েছিলাম। আর্কাইভকে ধন্যবাদ ফের গেমটি খেলার সুযোগ করে দেওয়ার জন্য। এখন লকডাউনে আমাদের ঘরে থাকতেই হচ্ছে। অনেকেই বাইরে বেরিয়ে পছন্দের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন না। তবে গুগল ফের ডুডল সিরিজ থেকে পুরনো জনপ্রিয় গেমটি ফিরিয়ে এনে আমাদের একঘেয়েমি দূর করার উপায় খুঁজে দিয়েছে। মহামারী করোনা থেকে দূরে থাকতে সবাই নিরাপদে বাড়িতে থাকুন। গুগল এই জনপ্রিয় গেমের মাধ্যমে বাড়িতেই আমাদের বিনোদনের সুযোগ করে দিয়েছে।