সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের বিরুদ্ধে মামলা করল আমেরিকার ইন্ডিয়ানা(Indiana state)। টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সকে (ByteDance) রাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল টড রোকিতা (Attorney general Todd Rokita)। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
এর আগে দাবি করা হয়েছিল যে এই অ্যাপটি তরুণ ব্যবহারকারীদের জন্য অনুপযুক্ত সামগ্রী পরিবেশন করছে, তাছাড়া রোকিতা আরও একটি দ্বিতীয় অভিযোগ করেছেন যেখানে তিনি বলেন টিকটক (TikTok) চীন সরকারের সংবেদনশীল ভোক্তা তথ্য অ্যাক্সেস করার ক্ষমতা প্রকাশ করে না। অন্যদিকে ইতিমধ্যেই টেক্সাস, সাউথ ডাকোটা এবং সাউথ ক্যারোলিনায় টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই সূত্রে এফবিআই (FBI) জানিয়েছিল যে টিকটক এই মুহুর্তে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে।
Indiana sues social media app 'TikTok' over data security, inappropriate contenthttps://t.co/r6oDUJDjVy
— All India Radio News (@airnewsalerts) December 8, 2022