Vaibhav Taneja

Tesla CFO Vaibhav Taneja: ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর শীর্ষ পদ হারিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। তবে সেই মাস্কের অন্য এক বড় কোম্পানিতে একেবারে শীর্ষ পদে বসলেন এক ভারতীয় বংশোদ্ভূত। স্বয়ংক্রিয় ইলেকট্রিক গাড়ি তৈরির সংস্থা টেসলা-র সিএফও পদে বসানো হল ৪৫ বছরের ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা (Vaibhav Taneja)-কে। দীর্ঘ ১৩ বছর মাস্কের সবচেয়ে লাভজনক এই সংস্থায় সিএফও-র দায়িত্বে ছিলেন ঝাছেরি কিরখোরন।

টেসলার নতুন সিএফও বৈভব ১৯৯৬-৯৯ সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে বানিজ্য শাখায় স্নাতক হন। এরপর তিনি চাটার্ড অ্যাকাউন্ট হন। তারপর প্রাইস ওয়াটার হাউস কুপার্স নামের এক বহুজাতিক সংস্থায় ১৬ বছর দক্ষতার সঙ্গে কাজ করেন।

দেখুন টুইট

টেসলা সোলার সিটি অধিগ্রহণের পর ২০১৭ সালে টেসলা মোটর্সে যোগ দিয়েছিলেন বৈভব তানেজা। দারুণ কাজ করায় বৈভবকে টেসলার সিএও-র পদে বসান মাস্ক। ২০২০ সালে ভারতে টেসলা পা রাখার সময় তাঁকে টেসলা ইন্ডিয়া মোটর্স ও এনার্জি প্রাইভেট লিমিটেডের অধিকর্তা বা ডিরেক্টর করা হয়।