প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

Telegram EvilVideo Malware Alert: সাইবার হ্যাকার বা প্রতারকদের নতুন হাতিয়ার টেলিগ্রামের নিরাপত্তার ত্রুটি। সেই নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে টেলিগ্রাম (Telegram) ব্যবহারকারীদের ক্ষতিকারক কিছু ফাইল পাঠাচ্ছে হ্যাকাররা। যার মাধ্যমে আপনাদের স্মার্টফোনে ম্যালওয়ার (Malware Alert) ছড়িয়ে পড়তে পারে। ৩০ সেকেন্ডের ভিডিয়ো ফাইলের ছদ্মবেশে পাঠানো এই ক্ষতিকারক ম্যালওয়ার ভিডিয়োগুলোকে 'ইভিল ভিডিয়ো' (EvilVideo) বলে অভিহিত করেছে ইসেট (ESET) নামের এক সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা।

তারা জানাচ্ছে, ওই 'ইভিল ভিডিয়ো' গুলো স্বয়ংসক্রিয় ভাবে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আপনি যখন ওই ভিডিয়োটি চালাতে যাবেন তখন দেখানো হবে, ভিডিয়োটি চালাতে তারা অক্ষম। তার জন্যে একটি থার্ড পার্টি অ্যাপ ইনস্টল কপ ফোনের বিভিন্ন তথ্য ব্যবহারের জন্যে অনুমতি চাইবে। সেই অনুমতি ভুল করে দিয়ে ফেললেই সর্বনাশ। আপনার হাতের ফোনে থাকা যাবতীয় তথ্য তখন সাইবার হ্যাকারদের দখলে।

সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা ইসেট আরও জানাচ্ছে, টেলিগ্রাম (Telegram) সদ্য তার ব্যবহারকারীদের অ্যাপটির নতুন ভার্সান 10.14.15-তে আপডেট দিয়েছে। সাইবার হ্যাকাররা টেলিগ্রামের সর্বশেষ আপডেট 10.14.15-র নিরাপত্তা ত্রুটিকে কজে লাগিয়ে ব্যবহারকারীদের ইভিল ভিডিয়ো ম্যালওয়ার পাঠাচ্ছে। গত মাসের ২৬ জুন টেলিগ্রামকে এই নিরাপত্তা ত্রুটি সম্পর্কে অবহিত করেছে ইসেট।

কীভাবে ক্ষতিকারক ম্যালওয়ার হানা থেকে নিজের ফোনকে রক্ষা করবেনঃ

টেলিগ্রাম অ্যাপটি আপডেট করুণ।

কোনরকম সন্দেহভাজন ভিডিয়ো ক্লিক করবেন না।

অ্যান্টিভাইরাস, ম্যালওয়্যার বা অ্যাডওয়্যার ডিটেক্টর অ্যাপ ইনস্টল করুন।

টেলিগ্রামে সন্দেহজনক কোন চ্যানেলে যোগ দেওয়া এগিয়ে চলুন।

ভুল করে কোন APK ইনস্টল হয়ে গেলেও তাকে আপনার ফোনের কোনরকম তথ্য ব্যবহারের অনুমতি দেবেব না। তৎক্ষণাৎ সেটিকে ফোন থেকে ডিলিট করে দিন।