Robot Commits Suicide (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: কাজের চাপে আত্মহত্যা করল রোবট! বিশ্বে প্রথমবার একটি রোবট (Robot) আত্মহত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায় (South Korea)। জানা গিয়েছে, গত এক বছর ধরে দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল (Gumi City Council) অফিসে এই রোবটটি কাজ করছিল, সে  সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করত। এদিন রোবটটি হঠাৎ অফিসের সিঁড়ি দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির শরীরের অংশ সিঁড়ির নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মহত্যার আগে রোবটটি এক জায়গায় ঘোরাফেরা করছিল। রোবটটির কাজ ছিল সিটি কাউন্সিল অফিসে নথি পৌঁছে দেওয়া এবং তথ্য সরবরাহ করা। কর্মী হিসেবে পরিচয়পত্রও ছিল রোবটটির। অফিস বিল্ডিংয়ের সব জায়গায় সে অবাধে চলাফেরা করত। সিঁড়ির উপর থেকে রোবটটি পড়ার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ 'বিয়ার রোবোটিক্স' যারা এই রোবটটি তৈরি করেছিল তাঁরা রোবটের দেহের টুকরোগুলিও পরীক্ষা করে দেখছে। তবে বিশেষজ্ঞরা রোবটের আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, সম্ভবত রোবটের সেন্সরে কোনও সমস্যা হয়েছিল।