Robots Apply Eyelash Extensions: রোবটে (Robot) কী না হয়! রোবট এখন আর শুধু শিল্পক্ষেত্র, বিজ্ঞান কিংবা চিকিৎসায় সীমাবদ্ধ নয়, সৌন্দর্য জগতেও ঢুকে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অত্যাধুনিক একটি রোবট মেশিন নিখুঁতভাবে মানুষের চোখে একে একে কৃত্রিম পলক বসিয়ে দিচ্ছে। আর চোখের কৃত্রিম পলক (Eyelash) লাগানোর নিখুঁত এই কাজটা করতে রোবটের লাগল বড়জোড় মিনিট দশেক। পুরো কাজটাই হল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। Lumilash AI-Powered Beauty Tech Goes Viral। দাবি করা হচ্ছে, যত খারাপ আইল্য়াশই হোক, এই সার্জারির পর একবারে সেটি নিখুঁত হয়ে যাবে। ভগবানের দান চোখের পলক-কে চোখের পলকে রোবটের দানে পরিণত হচ্ছে।
বিউটি ইন্ডাস্ট্রিতে রোবোটিক্সের কামাল- ভিডিও নিচে দেওয়া আছে
ভিডিওটি এক্স (টুইটার)-এ শেয়ার করেছেন 'মাসসিমো' নামের একটি পেজ, যেখানে লুমিল্যাশ নামের এক প্রতিষ্ঠানের তৈরি এই প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। লুমিল্যাশ মূলত স্বয়ংক্রিয় বিউটি ট্রিটমেন্ট নিয়ে কাজ করে। রোবোটিক্সের এই উন্নতি এসেছে দীর্ঘ গবেষণার পর। এর আগে চিকিৎসা জগতে ২০০০ সালে দা ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম সার্জারিতে রোবট ব্যবহারের নতুন দিগন্ত খুলে দেয়।
দেখুন কীভাবে অনায়াসে আইল্যাশ সুন্দর করে দিচ্ছে রোবট
Robots are now being used to apply eyelash extensions.pic.twitter.com/n4sGc5S03o
— Massimo (@Rainmaker1973) September 7, 2025
ট্রাই করবে কি বাঙালি
পুজোর আগে নিজেকে সুন্দর করার চেষ্টা আম বাঙালির ধর্ম। তাই তো পুজোর আগে ভিড় বাড়ে জিমে। প্রসাধনীর দোকানে ক্রেতাদের ঢল। পোশাকের কাউন্টারে শুধু মানুষ আর মানুষ। তবে শুধু শরীর, প্রসাধন কিংবা পোশাক কেন, বাঙালি পুজোর আগে রূপে নিখুঁত থাকার জন্য দাঁতেও স্কেলিং বা হোয়াটনিং করায়। এবার রোবটের মাধ্যমে চোখে কৃত্রিম পলক লাগানোর সুযোগটা কি কাজে লাগাবে বাঙালি!