Jio Bharat Phone (Photo Credits: ANI)

লঞ্চ করল রিলায়েন্স জিও-র নতুন 4জি ফোন 'Jio Bharat V2'। গ্রাহকদের জন্যে একেবারে জলের দামে এই 4জি ফোন বাজারে এনেছে রিলায়েন্স। জিও-র এই নতুন 4জি ফোনের মূল্য মাত্র ৯৯৯ টাকা। এতে রয়েছে 2জি এবং 4জি ইন্টারনেের সুবিধা। শুধু তাই নয় গ্রাহকরা একেবারে নূন্যতম মূল্যে রিচার্জ করতে পারবেন এই ফোনে। ফোনটি কেনার সঙ্গে সঙ্গে ক্রেতারা পাবেন ১২৩ টাকার বিনামূল্যের রিচার্জ। যাতে রয়েছে ২৮ দিনের জন্যে ফ্রি ভয়েস কল এবং ১৪ জিবি ডেটা। যেখানে জিও-র ১৭৯ টাকার রিচার্জ মেলে ২৮ দিনের ফ্রি ভয়েস কল আর ২ জিবি ডেটা। সেই বিচারে জিও ভারত V2-র (Jio Bharat Phone) গ্রাহকরা মাসিক ৩০ শতাংশ সস্তায় রিচার্জ প্ল্যান কিনতে পারবেন।

দেখুন ফোনের ঝলক... 

রিলায়েন্স জিও দাবি করেছে যে Jio Bharat V2-র হাত ধরে কোম্পানি ১০ কোটিরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারবে। জিও নজরে রয়েছে দেশের ২৫০ মিলিয়ন 2জি গ্রাহক।