মুম্বই, ৩ সেপ্টেম্বর: জিও-র (Reliance Jio) ধামাকাদার অফার। এবার ৯ বছরের অ্যানিভার্সারি () উপলক্ষ্যে রিলায়েন্স জিও দিচ্ছে গ্রাহকদের অবিশ্বাস্য সুযোগ। জিওর ৯ বছরের অযানিভার্সারি উপলক্ষ্য়ে মাসে ৩৪৯ টাকার রিচার্জ করালে আনলিমিটেড ডেটা মিলবে। তাও আবার ৫জি।
সেই সঙ্গে আরও একাধিক সুযোগ সুবিধা আপনি ৩৪৯ টাকার রিচার্জে পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে। পোস্টপেইড এবং প্রিপেড, দুই ধরনের গ্রাহকদেরই জিও এই সুবিধা দিচ্ছে বলে জানা যাচ্ছে। এসবের পাশাপাশি ১২০০ টাকায় জিও হোম ইউজ়ারদের নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বলে জানা যাচ্ছে।
৩৪৯ টাকার রিচার্জে জিও কী কী সুযোগ সুবিধা অর্থাৎ গ্রাহকদের অফার দিচ্ছে দেখুন..
৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে জিও-র এই অফারগুলি প্রযোজ্য।
জিও এই সময় আনলিমিটেড ডেটা দিচ্ছে ৩৪৯ টাকার রিচার্জে।
পেতে পারেন ৩ হাজার টাকার সেলিব্রেশন ভাউচার।
১ মাসের জিও হটস্টারের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৩ মাসের জন্য জোমাটো গোল্ড সাবস্ক্রিপশন।
১ মাসের জন্য জিও শাওয়ান প্রো।
৬ মাসের জন্য নেটমেডস সাবস্ক্রিপশন।
১০০% আর সি ক্যাশব্যাক পাবেন রিলায়েন্স ডিজিটালে।
আজিওতে নানা অফার পাবেন।
ইজিমাই ট্রিপে পাবেন একাধিক অফার।
জিও হোমে ২ মাসের ফ্রি ট্রায়াল পাবেন।
দেখুন কী জানানো হল জিওর তরফে...
Media Release - Proud to Serve 500 Million Users on Jio's 9th Anniversary
Year-long celebrations to thank every user for making Jio ‘500-million strong’ & ‘the world's largest mobile data network’
• Anniversary weekend with UNLIMITED DATA
• Anniversary month with RS 349… pic.twitter.com/VWSHDN3jKJ
— Reliance Industries Limited (@RIL_Updates) September 3, 2025