চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Realme C11 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী ১৪ জুলাই, এদিন থেকেই রিয়েলমি-লাভররা কিনতে পারেন নতুন এই ফোনটি। ভারতের বাজারে এর দাম কত হতে চলেছে। সেটি এখনও স্পষ্ট জানা যায়নি। যদিও মালয়শিয়ার বাজারে দাম ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এই মোবাইলটার দাম ৭,৫০০ টাকা।
প্রাথমিকভাবে ফোনটি আপাতত ফ্লিপর্কাটেই কেনা যাবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছে ই-কমার্স সংস্থাটি। ২ জিবি ব়্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ ফোনটির মালয়শিয়ার বাজারে দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৭,৫০০ টাকা। এত কম দামে ফোনটির ফিচারে রয়েছে চমক।
ফোনটিতে কী কী রয়েছে, দেখে নেওয়া যাক। ৬.৫ ইঞ্চি মিনি-ড্রপ ফুলস্ক্রিন। স্ক্রিন রিজলিউশন ৭২০x১৫৬০। এছাড়াও রয়েছে Octa-core MediaTek Helio G35 চিপসেট রয়েছে ফোনটিতে। ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি স্ন্যাপার, এলইডি ফ্ল্যাশ-সহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি শুটার এবং ৫০০০ মেগাহার্ৎজ ব্যাটারি রয়েছে ফোনে। অর্থাৎ ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যাবে ফোনে। চার্জ নিয়ে কোনও চিন্তাই নেই। মিন্ট গ্রিন এবং পেপার গ্রে রঙে কেনা যাবে ফোনটি।