ওপেন এআই থেকে স্যাম অল্টম্যানের পদত্যাগের পর আরও দুই গবেষক পদত্যাগ করলেন।এরা হলেন রিসার্চ ডিরেক্টর জ্আকব পাচোকি এআই রিস্ক এভ্যালুয়েশন হেড আলেকজান্ডার মাদ্রি এবং গবেষক সিজমন সিডার দুজনেই পদত্যাগ করেছেন।
তবে শুক্রবার অল্টম্যানকে সংস্থার সিইও থেকে বরখাস্তের পর থেকে শনিবার অল্টম্যান বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে তিনি যাদি গোপন তথ্য সব প্রকাস করতে শুরু করেন তাহলে বোর্ডের কর্তারা তার শেয়ার নেওয়ার ক্ষেত্রে পেছনে পড়ে যাবে।
সিইও হিসেবে আস্থা না রাখতে পেরে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় মীরা মুরাতিকে আনা হয়েছে অর্ন্তবর্তীকালীন সিইও হিসেবে।
অল্টম্যানের বরখাস্তের পর তার সঙ্গে সংস্থার চেয়ারম্যানের পদ থেকে সরে দাড়িয়েছেন গ্রেগ ব্রকম্যান। তবে পদ থেকে সরে দাঁড়ালেও তিনি যে সংস্থার মধ্যেই রয়েছেন তা জানিয়ে দিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে এর আত্মপ্রকাশ হলেও মাইক্রোসফটের থেকে আর্থিক সাহায্যের পর তা একটি লাভজনক সংস্থায় পরিণত হয়।
3 top #OpenAI researchers quit after CEO #SamAltman’s sacking
Read: https://t.co/ZIYBF5dBLS pic.twitter.com/nTbLG5Qdbb
— IANS (@ians_india) November 18, 2023