
OnlyFans: একেবারে চড়া দামে বিক্রি হতে চলেছে অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্ম 'অনলি ফ্যান্স'। মডেল, সাধারণ মহিলা, বা সেলেব-রা এই অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ভক্তদের চাহিদা অনুযায়ী অ্যাডাল্ট ভিডিয়ো তৈরি করে অর্থ রোজগার করেন। আমেরিকা, ইংল্যান্ডের পাশাপাশি ভারত, ব্রাজিলের মত দেশেও ব্যাপক জনপ্রিয় হয়েছে অনলি ফ্যান্স। এবার সেই অনলি ফ্যান্স প্ল্যাটফর্মটি রেকর্ড ৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে কিনতে চলেছে লস অ্যাঞ্জেলসের ফরেস্ট রোড কোম্পানি। করোনাকালে গোটা দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে দেওয়া OnlyFans রেকর্ড অর্থে কিনে সেটিকে আরও বড় আকারে নিয়ে যেতে চায় ফরেস্ট রোড কোম্পানি। তাদের লক্ষ্য হল, অনলি ফ্যান্সকে অ্যাডাল্ট কনটেন্টের 'টিকটক' বানানো। আগামী কয়েক বছরের মধ্যে অনলি ফ্যান্সের বার্ষিক রোজগার ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় তারা।
রেকর্ড লাভের পরেও কেন OnlyFans বিক্রি দিচ্ছেন বতর্মান মালিক
২০২৩ সালের হিসেব অনুযায়ী অনলি ফ্যান্স-এ ৩০ কোটি ফ্যান অ্যাকাউন্ট ও ২০ লক্ষ সক্রিয় ব্য়বহারকারী আছেন। প্রতি বছর ৩০ শতাংশ করে ইউজার বাড়ছে এই প্ল্যাটফর্মে। গত বছর ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল OnlyFans। বিজ্ঞাপন আর ফ্যান্সদের সাবস্ক্রিশন ফি-র একটা অংশ থেকে মোটা টাকা রোজগার করে এই প্ল্যাটফর্মটি। OnlyFans-র বর্তমান মালিক লিওনিড রাডভিনিস্কি ১ বিলিয়ন ডলার মুনাফা গত দু বছরের মধ্যে ইতিমধ্যেই ঘরে তুলেছেন। যেখানে বছর পাঁচেক আগেও অনলি ফ্যান্স থেকে রোগজার ছিল ৩৭৫ মিলিয়ন। করোনা ও করোনার পরবর্তীকালে দুনিয়ার সেরা পর্ন সাইটগুলিকেও টেক্কা দিয়ে অনলি ফ্যান্স হয়ে উঠেছে যৌনতার রূপকথার রাজ্যের রাজা। এখন প্রশ্ন হচ্ছে, এত লাভের পরেও কেন অনলি ফ্যান্সকে বিক্রি করে দিতে রাজি হচ্ছেন বর্তমান মালিক। আসলে এই প্ল্যাটফর্মের ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গা থেকে নানা বিষয়ের ওপর মোটা অর্থের আইনি মামলা চলছে। আইনগত জটিলতা থেকে মুক্তির জন্যই সেটিকে বিক্রি করে দিতে চাইছেন লিওনিড। অন্যদিকে, আইনি ঝক্কি সামলে অনলি-ফ্যান্সকে টাকার মেশিন বানাতে তৈরি হচ্ছে ফরেস্ট রোড কোম্পানি। ব্লাক চায়না (অ্যাঞ্জেলা হোয়াইট) নামের এক অনলি ফ্যান্স ক্রিয়েটার মাসিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা রোজগার করে থাকেন।
চড়া দামে বিক্রি হচ্ছে অনলি ফ্যান্স
ONLYFANS COULD SELL FOR $8 BILLION… THAT’S A LOT OF SUBSCRIPTIONS
OnlyFans — the site known for paid adult content and a lot of drama — might be getting sold for no less than a jaw-dropping $8 billion.
The buyer? A fancy investment firm from LA called Forest Road, which… pic.twitter.com/4939dq1v82
— Mario Nawfal (@MarioNawfal) May 23, 2025
কী এই অনলি ফান্স
অনলিফ্যান্স প্ল্যাটফর্মে সাইন ইন করে অর্থ খরচ করলেই যার রূপে ইউজার মুগ্ধ, তাকে যা চাও সরাসরি বলতে পারো, তাকে যা আদপ-কায়দা করতে বলো, সেটা লাইভ ভিডিয়োয় পেয়ে যাওয়া যায়। শুধু পর্নস্টার, মডেল কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সাধারণ মহিলারাও OnlyFans-এ নাম লিখিয়ে মোটা টাকা রোজগার করছেন। অনলি ফ্যান্স ভারত সরকার ব্লক করেনি। তবে ভারতীয় আইন অনুযায়ী এই ধরনের প্ল্যাটফর্মে কোনও ভিডিয়ো পোস্ট করা, বা শেয়ার করা অপরাধ। তবে এই প্ল্যটফর্মে যৌনতাপূর্ণ কনটেন্ট বাদ দিয়েও ব্যবহার করা যায়।