OLX Layoffs: 'বেচ দো'র বেহাল দশা! বিশ্বজুড়ে দেড় হাজার কর্মী ছাঁটাই, কোপ পড়ছে বহু ভারতীয়র ওপরেও
OLX (Photo Credits: Wikimedia Commons)

নয়া দিল্লি, ৩১ জানুয়ারিঃ কর্মী ছাঁটাইয়ের পথে নামছে অনলাইন কেনাবেচার সংস্থা ওএলএক্স (OLX)। সংস্থার মোট ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে OLX (OLX Layoffs)। যার প্রভাব পড়তে চলেছে সংস্থায় কর্মরত ভারতীয় কর্মীদের উপরেও। তবে কত শতাংশ ভারতীয় কর্মী কাজ হারাচ্ছেন তা নিশ্চিত করে জানানো হয়নি OLX এর তরফে।

আরও পড়ুনঃ বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই ফিলিপসে, আর্থিক ক্ষতি রুখতে কড়া সংস্থা

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, অনলাইন কেনাবেচা সংস্থা OLX তাদের ভারতের ইঞ্জিনিয়ার টিম এবং অপারেশন টিম থেকেই কর্মী ছাঁটাই করবে। বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব বাকি আর পাঁচটা বেসরকারি সংস্থার মোট OLX  এর উপরেও এসে পড়েছে। অর্থনৈতিক মন্দার জেরেই চাকরি বাতিলের পথে ওএলএক্স (OLX Layoffs)। সংস্থার মোট ১৫ শতাংশ কর্মী অর্থাৎ আনুমানিক ১,৫০০ কর্মী কাজ হারাতে চলেছেন।

আরও পড়ুনঃ খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে স্পটিফাই, ফেব্রুয়ারির আগেই শুরু ছাঁটাই অভিযান

২০০৯ সালে OLX গ্রুপ ভারতে নিজের ব্যবসা শুরু করে। প্রসস (Prosus) মালিকানাধীন OLX এর বিশ্বব্যাপী ১০,০০০ কর্মী রয়েছে। দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা Naspers দ্বারা নিয়ন্ত্রিত হয় Prosus।