Nvidia CEO Jensen Huang. (Photo Credits: X)

Nvidia: দুনিয়াজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র চাহিদা তুঙ্গে উঠেছে। আর এই চাহিদার কারণে ধারেভারে, লাভে-মূলধনে আরও ফুলেফেঁপে উঠল বিশ্বের এক নম্বর স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম এবং অন্যান্য উন্নত প্রযুক্তির জন্য চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া (Nvidia)। দুনিয়ার ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূলধন অতিক্রম করল সবচেয়ে বড় এই মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানি। হ্যাঁ, ৪ ট্রিলিয়ন ডলার বা ৪ লক্ষ কোটির মার্কিন ডলারের মার্কেট ক্যাপের কোম্পানি হয়ে গেল এনভিডিয়া।

AI-এর ব্যবাহর যত বাড়বে ততই আরও লাভ হবে এনভিডিয়া-র

বিশ্বজুড়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)-এর বিপ্লবের ঢেউয়ে অ্যাপল এবং মাইক্রোসফটকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেল জেনসেন হুয়াং-এর নেতৃত্বাধীন চিপ সাম্রাজ্যের সম্রাট এই মার্কিন কোম্পানি। বিশ্বের ১৮৯টি দেশের GDPকেও ছাড়িয়ে গেল চিপ প্রস্তুতকারী এই মার্কিন সংস্থা। এনভিডিয়ার বাজার মূলধন এখন জাপান, ভারত এবং জার্মানির মোট জিডিপি-র চেয়েও বেশি হয়ে গিয়েছে। এই চিপ প্রস্তুতকারী সংস্থা পৃথিবীর ১৯৪টি দেশের মধ্যে ১৮৯টির জিডিপি-র চেয়ে বেশি মূল্যের! এআই নিয়ে যত কাজ হবে ততই আরও ফুলেফেঁপে উঠতে বাধ্য এনভিডিয়া। কারণ এআই বা উন্নত কম্পিউটার নিয়ে কাজ করতে গেলে যেসব জিনিস ও পরিষেবা লাগে, তার সবকটাতেই এক নম্বরে Nvidia।

কী করে এত বড় হল এনভিডিয়া

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত এই কোম্পানি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) এবং চিপ সিস্টেম ডিজাইন ও উৎপাদনে বিশেষভাবে পরিচিত। গেমিং, এআই, ডেটা সেন্টার, স্বয়ংচালিত শিল্পের প্রায় সব প্রথমসারির কোম্পানির প্রযুক্তিগত সাহায্যের পিছনে রয়েছে এনভিডিয়া। ৩২ বছরের একটা কোম্পানিকে এত বড় জায়গায় কী করে পৌঁছল? বিশেষজ্ঞরা বলেন সহজভাষায় বলল, এনভিডিয়া আজ যেটা ভাবে, সেটা দুনিয়া ভাবে অন্তত ১৫ বছর পর। ২০০৭ সালেই Nvidia-নিজেদের এমনভাবে তৈরি করে ফেলেছিল, যা ২০২৪-২৫ সালে এসে সব কোম্পানি বিনিয়োগ করছে, পাখির চোখ করছে। আর তাই তাদের লক্ষ্মীর ভাণ্ডার এখন উপচে পড়ছে।

১৯৯৩ সালের এপ্রিলে পথ চলা শুরু হয়েছিল এনভিডিয়া-র

১৯৯৩ সালের ৫ই এপ্রিল এনভিডিয়া একেবারে ঘরোয়াভাবে প্রতিষ্ঠিত করেছিলেন জেনসেন হুয়াং, ক্রিস ম্যালাচোস্কি এবং কার্টিস প্রিয়েম। প্রথমদিকে এই কোম্পানি গ্রাফিক্স চিপ তৈরির দিকে মনোনিবেশ করে। বড় সফলতার পর ১৯৯৯ সালে এনভিডিয়া তাদের জিফোর্স ২৫৬ গ্রাফিক্স প্রসেসর লঞ্চ করে, যা প্রথম জিপিইউ হিসেবে পরিচিতি পায়। এরপর ২০০৭ সালে তারা প্রযুক্তিগত দিক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, স্বয়ংচালিত গাড়ি, সুপার কম্পিউটার, অনলাইন ফাস্ট গেমিং, সুপার প্রসেসরের চিপ, প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জিনিসের দিকে মনোনিবেশ করে।