ভারতে আবার লঞ্চ করছে নোকিয়ার নতুন স্মার্টফোন। ভারতে এইচ এমডির গ্লোবাল ভিপি এবং মিনা সনমিত কোছার নোকিয়ার এই নতুন মডেলের প্রত্যাবর্তন নিয়ে টুইটও করেছেন। তবে দিনক্ষন নিয়ে বিশেষ কিছু বলেননি তিনি।
নতুন নোকিয়ার মডেল X30 তে কি থাকছে একনজরে দেখে নেওয়া যাক। প্রথমত এটি তৈরি হবে পুর্নব্যবহার যোগ্য অ্যালুমনিয়াম প্লাস্টিকের উপকরন দিয়ে যাতে থাকবে স্ন্যাপড্রাগনের 695 চিপসেট। ৬ জিবি RAM ও ১২৮ জিবি মেমোরি এবং ৮ জিবি RAM ও ২৫৬ জিবি মেমোরি এই ২ টি মডেলে আসবে নোকিয়ার এই নতুন স্মার্টফোন।
ফোনে থাকছে ৬.৬৩ ইঞ্চির স্ক্রীন, এইচ ডি ডিসপ্লে, গরিলা গ্লাস ভিকটাস, পেছনে ৫০ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।থাকছে আইপি ৬৭ এর রেটিংও। থাকছে ৫ জির সুবিধা।
Thank you for leading the way.
Our Nokia X30 5G is made with 100 recycled aluminium & 65% recycled plastic and we are here together to make a better tomorrow.
Nokia X30 5G coming soon to India. Stay tuned. #NokiaX30 5G #PlaytheLongGame https://t.co/PeWUiCcBmU
— Sanmeet S Kochhar (@sanmeetkochhar) February 8, 2023