ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে জনপ্রিয় ধারাবাহিক দেখেন। মাঝে মাঝে ব্লকবাস্টার সিনেমা দিলেও দেখা ছাড়েন না। তাহলে তো আপনার জন্যের দুঃখের খবরই আনলাম। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম(OTT Platform) হটস্টার আচমকাই তার প্রিমিয়াম সাবস্ক্রিপশন বাড়িয়ে দিয়েছে। একটা দুটো টাকা নয়, একেবারে গুনে গুনে ১০০ টাকা বেড়েছে প্রিমিয়াম চার্জ। তাই এবার হটস্টারে ওয়েব সিরিজ দেখতে হলে অতিরিক্ত ১০০ টাকা আপনাকে গুনতেই হচ্ছে।
এমনিতে হটস্টারের(Hotstar) মাসিক ২৯৯ টাকার প্ল্যান এবং বার্ষিক ৯৯৯ টাকার প্ল্যানে কম-বেশি একই শো দেখা যায়। বলিউড ছবি ও টিভি শো তো বটেই, আমেরিকান টিভি শো, হলিউড সিনেমা, লাইভ ম্যাচ দেখারও সুযোগ পান গ্রাহকরা। স্টারের চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক হয়, তাও যখন খুশি দেখা যায় এই প্ল্যাটফর্মে। তবে যাঁদের আমেরিকান শো বা হলিউড ছবি নাপসন্দ, তাঁদের জন্য রয়েছে হটস্টার ভিআইপি প্ল্যান। গত মাসেই এই নয়া প্ল্যানের কথা ঘোষণা করেছিল হটস্টার। বছরে মাত্র ৩৬৫ টাকার বিনিময়েই এর গ্রাহক হওয়া যায়। সেই সুবিধা হাতে আসার আগেই খরচ বেড়ে যাওয়ার বিষয়টি দর্শকদের ভাবাচ্ছে।
উল্লেখ্য, এতদিন প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেতে ১৯৯ টাকা খরচ করতে হত। একলাফে তা ১০০ টাকা বেড়ে গেল। অর্থাৎ এখন থেকে হটস্টারের শো উপভোগ করতে ২৯৯ টাকা দিতে হবে। যদিও বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া সদ্য চালু হওয়া হটস্টার ভিআইপি প্ল্যানেও কোনও বদল আনা হয়নি। ইতিমধ্যেই বর্ধিত প্ল্যানটি চালু হয়েছে। তবে চ্যানেল সূত্রের খবর, এবার থেকে ভারতীয় দর্শকরা Disney+-এর মাধ্যমে হটস্টারেই ডিসনির সব শো দেখতে পাবেন। যদিও ডিজনি এ নিয়ে আলাদা করে কোনও সরকারি ঘোষণা করেনি। তবে বর্ধিত মূল্যের নতুন প্ল্যানটি শুধু নতুন গ্রাহকদের জন্যই নাকি পুরনোরাও এর আওতায় পড়ে গেলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।