WhatsApp Introduces New Safety Features: ইউজারদের নিরাপত্তা দিতে এই দুই ফিচার আনল WhatsApp
WhatsApp (Photo Credits: WhatsApp)

নতুন দিল্লি, ২৩ নভেম্বর:  ভারতীয় ইউজারদের জন্য Flash Calls এবং Message Level Reporting, নামের দুটি সেফটি ফিচার আনল মেটার নিজস্ব মেসেজিং অ্যাপ WhatsApp।  এই মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইউজারকে সমস্তরকম নিয়ন্ত্রণ ও নিরাপত্তার সুবিধা দেবে নয়া দুই ফিচার Flash Calls এবং Message Level Reporting। যারা নতুন অ্যানড্রয়েড ইউজার ও যিনি প্রতিনিয়ত ফোন বদল করেন তাঁরা এই Flash Calls -এর মাধ্যমে ফোন নম্বর যাচাই করতে পারবেন। এসএমএস করে অথবা অটোমেডেট কলের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। WhatsApp-এর তথ্য বলছে এটা অনেক বেশি নিরাপদ পন্থা। কারণ অ্যাপের মধ্যেই এই সুযোগ মিলছে। আরও পড়ুন-Dilip Ghosh Mocks TMC leader's: ভোটের আগে টিকিটের চেষ্টা, ত্রিপুরা প্রসঙ্গে তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ

অন্যদিকে  Message Level Reporting ফিচারের সাহায্যে WhatsApp-এ আসা নির্দিষ্ট কোনও মেসেজের বিরুদ্ধে রিপোর্ট করা যাবে। মেসেজটি দীর্ঘক্ষণ চেপে ধরে রাখলেই রিপোর্ট বা ব্লকের অপশন চলে আসবে। আগামী  কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে WhatsApp-র নতুন ফিচার  Message Reaction। এখন এই আসন্ন ফিচার তৈরির কাজ চলছে। এই ফিচার এলে ফেবুকের মতো এখানেও ইউজার কোনও মেসেজের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবেন। প্রথমে এসবের পরিকল্পনা না থাকলেও iOS অ্যাপের জন্য বেটা ভারশন তৈরি করতে গিয়েই WhatsApp উপলব্ধি করে অ্যানড্রয়েড ইউজারদের জন্যও একই ফিচার আনা হবে।