Photo Credit (Twiter)

আবারও বেশ কিছু কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ফেসবুকের প্রধান সংস্থা মেটা। আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন ছাঁটাই কার্যকর হবে বলে জানা গেছে দ্য ওয়াল স্ট্রীট জার্নালের তরফে। গত বছরের ১৩ শতাংশ ছাঁটাইয়ের মতন এবারও বেশ ভাল সংখ্যক ছাঁটাই হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞমহল।

সামনের কয়েক সপ্তাহের মধ্যএই এই ছাঁটাই প্রক্রিয়া কার্যকর হতে পারে। বিশেষ করে নন-ইঞ্জিনিয়ারের দফতরে যারা রয়েছেন তাদের ঘাড়ে ঝুলছে ছাঁটাইয়ের ফাঁড়া।

গত বছরে ১১ হাজার কর্মচারীকে ছাঁটাই করেছিল মেটা। এবারও একই সংখ্যক কর্মী ছাঁটাই হবে বলে আশাঙ্কা। ২০২৩ কে সাশ্রয়কর বছর হিসেবে তকমা দিয়েছিলেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ভার্চুয়াসল রিয়েলিটির দফতরে কর্মরত কর্মীদের চাকরি যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। কেননা এই দফতরের বেশিরভাগ রিসার্চ ল্যাব বা প্রজেক্ট বন্ধ করতে চাই মেটা।

ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত অন্য সংস্থাতেও।আমাজন,  মাইক্রোসফট, গুগল সহ বেশ কিছু সংস্থা আর্থিক মন্দার জেরে বহু কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। ফেসবুকও এবার হাঁটতে চলেছে সেই পথে।