লিংকডইন (Photo Credits: TheNextWeb.com)

নতুন দিল্লি, ১২ নভেম্বর: পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম (Professional Networking Platform) হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে লিংকডইন (LinkedIn)। তবে এতদিন কেবল চাকুরীজীবিদের প্ল্যাটফর্ম হিসেবেই জায়গা নিত মাইক্রোসফ্টের (Microsoft) মালিকানাধীন এই সংস্থা। কিন্তু এবার ফ্রিল্যান্সার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও বিজনেস ফিচার নামে একটি অপশন চালু করল লিংকডইন। গতকাল সোমবার ভারতে (India) চালু হয়েছে ওপেন ফর বিজনেস নামে এই ফিচারটি।

এটি এমন একটি বৈশিষ্ট্য যাতে ফ্রিল্যান্সার (Freelancers) এবং ছোট ব্যবসায়ীরাও (Small Business Owners) তাদের প্রোফাইলে খুলে পরিষেবা পাবেন লিঙ্কডইনে। চলতি বছরের জুলাইতেই এই ফিচারটি চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA)। এবার সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও চালু করা হল এই ফিচার। এই প্রসঙ্গে এক বিবৃতি দিয়ে লিঙ্কডইনের প্রোডাক্ট ম্যানেজমেন্টেরের ভাইস প্রেসিডেন্ট তথা সহ প্রতিষ্ঠাতা অ্যালেন ব্লু (Allen Blue) জানান, "বিশ্বজুড়ে ৩০ মিলিয়ন সংস্থা নিয়ে ৬৬০ মিলিয়ন মানুষ যুক্ত এই প্ল্যাটফর্মে। এবার ফ্রিল্যান্সার এবং ছোট ব্যবসায়ীদের নিয়ে আরও বিস্তারে উদ্যোগী এই সংস্থা। সে দুবাই হোক বা ডুন্ডি।" আরও পড়ুন: Reliance Jio Good News: জিও সেট টপ বক্স; কেবল সংযোগ ছাড়াই দেখা যাবে ১৫০ টি লাইভ টিভি চ্যানেল

তথ্য বলছে, লিঙ্কডইনে ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে ভারতে। গত মাসেই 'ইভেন্ট ইন' নামে একটি 'মেড ইন ইন্ডিয়া' বৈশিষ্ট্য (Feature) যুক্ত করেছে এই সংস্থা।