দিল্লি, ২০ জানুয়ারি: এবার কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পথে সুইগি (Swiggy)। ট্যুইটার, মেটা, মাইক্রোসফট, এইচপির পর এবার ৩৮০ জন কর্মীকে মেল করে ছাঁটাইয়ের ঘোষণা করা হয় সংস্থার তরফে। সুইগির সিইও শ্রীহর্ষ মাঝেটি জানান, অতিরিক্ত নিয়োগ হয়েছে। ফলে ৩৮০ জন কর্মীকে এবার ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কর্মীদের মেল করা হয়েছে, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় কোম্পানির তরফে। টিম সংকুচিত করতেই সুইগির তরফে ৩৮০ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা অত্যন্ত কঠিন কাজ কোম্পানির কাছে। তাও কোম্পানির ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিইও। যাঁরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কোম্পানির তরফ তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় বলেও জানান সিইও।
প্রসঙ্গত একের পর কর্মী ছাঁটাইয়ের পর ফের ট্য়ুইটার কর্মী সংকোচন করছে। এলন মাস্কের সংস্থার তরফে এবার ঠিক কত কর্মীকে ছাঁটাই করা হবে, তা নিয়ে আশঙ্কা ছড়িয়েছে।