Reliance Jio (Photo Credits: Twitter)

পরিষেবার মাসুল বাড়ানোর ঘোষণা করা হয়েছিল আগেই। Airtel, Vodafone থেকে Idea-এর মত কোম্পানিগুলির নতুন প্রিপেড প্ল্যানগুলি (Pre-Paid) এবার সামনে এল বর্ধিত মাসুল সহ। এই প্ল্যানগুলি (Plan) কার্যকর করা হচ্ছে আগামী ৩ ডিসেম্বর থেকে। ওই সব সংস্থাগুলির মতো জিও নেটওয়ার্কেও (Jio Network) এবার বাড়ছে মোবাইল পরিষেবার খরচ। জানা যাচ্ছে, আগের চেয়ে প্রায় ৪০ শতাংশ দাম বাড়ছে পরিষেবার উপর। এবার ‘অল ইন ওয়ান’ প্ল্যান নামে একটি প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির সংস্থা। তবে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে দামের তালিকা এখনও প্রকাশ করেনি তারা।

সম্প্রতি একটি বিবৃতি দিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অল ইন ওয়ান’ প্ল্যানগুলির দাম প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এও জানা গিয়েছে, দাম বাড়লেও এই প্ল্যানগুলিতে আগের চেয়ে ৩ গুন বাড়তি সুবিধাও পাবেন গ্রাহকরা। এই প্ল্যানে জিও ছাড়া অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টকটাইম (Talk Time) পেতেন গ্রাহকরা। গতকাল রবিবার Airtel, Vodafone এবং Idea জানিয়ে দেয় আগামী ৩ ডিসেম্বর থেকে বর্ধিত মাসুল সহ তাদের নতুন প্রিপেড প্ল্যানগুলি কার্যকর হবে। এরপরই সংস্থার তরফে জানান হয় ৬ ডিসেম্বর থেকে মোবাইল পরিষেবার খরচ প্রায় ৪০ শতাংশ বাড়ছে। আরও পড়ুন: Airtel's New Prepaid Plans: জিও, ভোডাফোনের পর মাসুল বাড়াল এয়ারটেল, জেনে নিন নতুন প্ল্যান সম্পর্কে

উল্লেখ্য, এর আগে অক্টোবরে ২২২ টাকা, ৩৩৩ টাকা আর ৪৪৪ টাকা দামের তিনটি ‘অল ইন ওয়ান’ প্ল্যান লঞ্চ করেছিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা।