বাজেট স্মার্টফোন (Smart Phone)-এর চাহিদা এই দেশে সব সময় আছে। ১০-১৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোনের বাজার ধরতে এখন ঝাঁপিয়েছে সব মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী কোম্পানিগুলি। তবে এখনও ভারতে ৫-৭ হাজার টাকার রেঞ্জে স্মার্টফোনের সবচেয়ে বেশি চাহিদা আছে। এই রেঞ্জের বাজারে এখন দাপট রিয়েলমি (Realme)-র। গত বছর বাজেট সেগমেন্টের দখল নিতে ভারতে লঞ্চ করেছিল রিয়েলমি সি১। সম্প্রতি 'রিয়েলমি সি টু (Realme C2)'-ভারতে লঞ্চ করল। যার দাম ভারতীয় মুদ্রায় ৫,৯৯৯ টাকা। এতে আছে ২জিবি র্যাম আর ১৬ জিবি স্টোরেজ। রিয়েলমি সি২ ফোনে থাকবে ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প হাওয়ার ব্যাটারি। সঙ্গে ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট। সাথে থাকছে ৩ জিবি পর্যন্ত র্যাম আর ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ। পাশাপাশি এই ফোনের আরও একটা বেশি র্যাম চাইলে একটু বেশি খরচ করতে হবে।
৩ জিবি RAM আর ৩২ GB স্টোরেজে রিয়েলমি সি২ কিনতে ৭,৯৯৯ টাকা খরচ হবে। কেবলমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে এই সস্তার সুন্দর এই স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য রিয়েলমি সি২ ফোনে থাকছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, Bluetooth, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক আর মাইক্রো ইউএসবি পোর্ট।
রিয়েল মি-র লক্ষ্য হল কম দামে উন্নত-আধুনিক ফোন সেট ভারতের মানুষের কাছে পৌঁছে দেওয়া। লঞ্চে এসে এমন কথাই জানানো হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৫ মে, দুপুর ১২ টা থেকে ফ্লিপকার্টে রিয়েলমি সি২ ফ্ল্যাশসেল হবে। সঙ্গে জিও গ্রাহকরা এই ফোন কিনলে ৫,৩০০ টাকা ছাড় পাবেন। অফলাইনেও এই স্মার্টফোন মিলতে পারে বলে জানা গিয়েছে।
গত বছর ৬,৯৯৯ টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি১। এবার তার থেকেও কম দামে ভারতের বাজেট স্মার্টফোন বাজারে মাত্র ৫,৯৯৯ টাকা দামে লঞ্চ হল রিয়েলমি সি২। রিয়েলমি ৩ প্রো ফোনের পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার।