iPhone 17 Price in India: আর কটা দিনের অপেক্ষা। তারপরেই সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে অ্যাপেলের আইফোন ১৭। এক বছরের মধ্যেই আরও একটি আইফোনের ভার্সন আত্মপ্রকাশ করছে। আই ফোন ১৭-তে তিনটি সিরিজ থাকছে- আইফোন ১৭ (iPhone 17), আইফোন ১৭ এয়ার (iPhone 17 Air) ও আইফোন ১৭ প্রো (iPhone 17 Pro)। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, এটি আইফোন ১৬ সিরিজের উন্নত সংস্করণ হবে। আইফোন ১৭ হতে চলেছে উন্নত প্রোডাক্টিভিটি, উন্নততর ক্যামেরার। সঙ্গে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নানা ফিচার ও ব্রাউজার এবং তাক লাগানো ডিজাইন।
আইফোন ১৭-তে কী কী থাকছে
রিপোর্ট অনুসারে, আইফোন ১৭ সিরিজে ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে সহ বিভিন্ন মডেল থাকতে পারে, যেখানে প্রো মডেলে ১২০Hz ProMotion ডিসপ্লে ও উন্নত A19 চিপসেট ব্যবহার হবে। ক্যামেরায় ৪৮MP প্রাইমারি লেন্স এবং উন্নত নাইট মোডের সম্ভাবনা রয়েছে। ডিজাইনটি হয়তো টাইটানিয়াম ফ্রেম এবং স্লিম বডি নিয়ে আসবে। এবার আসা যাক দামের কথা। সংবাদমাধ্যমে প্রকাশ, ভারতে আইফোন ১৭-র দাম হতে চলেছে প্রায় ৮০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। আইফোন ১৭ সাধারণ ফোনটির দাম হতে চলেছে ভারতীয় মুদ্রায় ৭৯ হাডার ৯০০ টাকা। আইফোন ১৭ এয়ার মডেলের দাম হতে চলেছে ৯০ হাজার টাকা ও আইফোন ১৭ প্রো-র দাম ১ লক্ষ ৪৫ হাজার টাকা।
কত দাম হচ্ছে আইফোন ১৭-র
🚨 Expected pricing of iPhone 17 series in India,
iPhone 17: ₹79,900
iPhone 17 Air: ₹90,000
iPhone 17 Pro: ₹145,000
Apple is expected to unveil the iPhone 17 lineup in early September 2025. (ET) pic.twitter.com/7qGrAYnuME
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 20, 2025
এক বছরের মধ্যেই আসছে আইফোনের আরও একটি সংস্করণ
প্রসঙ্গ, গত বছর ৯ সেপ্টেম্বর একটি ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হয়েছিল আইফোন ১৬। এই ডিভাইসগুলো ২০ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বাজারে প্রকাশিত হয়।