Apple Event 2025. (Photo Credits:X)

iPhone 17: আজ, মঙ্গলবার রাতেই আত্মপ্রকাশ করতে চলেছে আই ফোন ১৭। শোনা যাচ্ছে, দুনিয়ার সবচেয়ে ধনী ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেলের বড় চমক দিতে চলেছে। খবরে প্রকাশ, Apple Event 2025-এ অ্যাপেল তাদের নতুন iPhone 17 লাইনআপে আনছে যুগান্তকারী পরিবর্তন। এবার আর ফোনে থাকবে না প্রচলিত ব্যাটারি। ব্যাটারির পরিবর্তে আসছে বিল্ট-ইন চার্জ পোর্ট প্রযুক্তি ( iPhone 17 Battery-Free Design)। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ডিজাইন পরিবর্তন স্মার্টফোনের শক্তি ব্যবস্থাপনায় এক নতুন দিক খুলবে। চার্জিং পোর্টের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ সংযোগে চলবে ফোন, ফলে ডিভাইস হবে আরও স্লিম, কার্যকরী ও টেকসই। এয়ারপডস প্রো ৩ (Airpods Pro 3)-এ লাইভ ভাষা অনুবাদ বা ট্রান্সসেলশনের ফিচার থাকছে।

ব্যাটারিবিহীন আই ফোন ১৭-তে কী কী ফিচার থাকছে

তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করে অ্যাপল জানিয়েছে, ফোন কল করার মতো মৌলিক সুবিধা আগের মতোই থাকবে। ব্যাটারিহীন হলেও ফোনের মূল ফিচারগুলির কোনো ক্ষতি হবে না। বরং নতুন প্রযুক্তি ডিভাইসের কার্যক্ষমতা বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাটারির উপর নির্ভরশীলতা কমিয়ে অ্যাপল পরিবেশবান্ধব টেকনোলজির দিকেই ঝুঁকছে। এতে লিথিয়াম ও অন্যান্য ব্যাটারি উপকরণের ব্যবহার কমবে, যা টেক দুনিয়ায় টেকসইতার পথে বড় পদক্ষেপ।

আই ফোন ১৭-র উন্মোচন করছেন অ্য়াপেলের সিইও টিম কুক

দেখুন খবরটি

চলছে লঞ্চিং ইভেন্ট

তবে এগুলো এখনো পর্যন্ত ফাঁস হওয়া তথ্য। সরকারি ঘোষণা করা হবেই একটু পরেই শুরু হতে চলা iPhone 17-এর লঞ্চ ইভেন্টে, যেখানে অ্যাপল বিস্তারিত জানাবে তাদের এই নতুন উদ্ভাবন নিয়ে।