দিল্লি, ২০ মার্চ: বুধবার দুপুর থেকে আবার কাজ করা প্রায় বন্ধ করল ইনস্টাগ্রাম (Instagram)। গোটা বিশ্ব জুড়ে একাধিক ইউজারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল বুধবার দুপুর থেকে কাজ বন্ধ করে বলে খবর। অর্থাৎ ফের ইনস্টাগ্রাম ডাউন নিয়ে ইউজারদের অনেকেই বিরক্তি প্রকাশ করেন। যার জেরে ট্যুইটারে নিজেদের ক্ষোভ উগরে দিতে শুরু করেন বহু মানুষ।
কাজ করছে না ইনস্টাগ্রাম...
People coming to Twitter for the Instagram down check #instagramdown pic.twitter.com/CyJU2nT0rR
— YASSITO (@mmavibes_) March 20, 2024
ক্ষোভ উগরে দেন অনেকে...
#instagramdown again? pic.twitter.com/gOpkXtlGVa
— Anonymous Guy (@AnonymousGuy155) March 20, 2024
ডাউন ডিটেক্টরের খবর অনুযায়ী, গোটা বিশ্ব জুড়ে ইনস্টাগ্রামের প্রায় ২১% ইউজার সংশ্লিষ্ট অ্যাপ ডাউন বলে রিপোর্ট করেন। পাশাপাশি প্রায় ৬৯% মানুষ জানান, তাঁরা ইনস্টায় লগ ইন করতে পারছেন না। লগ ইন করতে গেলেই সিভিয়র কানেকশন ইস্যু বলে নোটিফিকেশন আসতে শুরু করেছেন বলে দাবি করেন অনেকে। তবে শুধুু আজ নয়, মঙ্গলবারও বেশ কিছু ইউজার অভিযোগ করেন, তাঁরা নিজেদের ইনস্টা অ্যাকাউন্ট ঠিকভাবে লগ ইন করতে পারছেন না।