ফাইল ফটো

ভাদোদরা: "বিশ্বের জন্য তৈরি করো এবং ভারতে তৈরি করো। এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই নিজের ক্ষমতা বাড়াচ্ছে ভারত।" রবিবার গুজরাটের (Gujarat) ভাদোদরায় (Vadodara) সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট (C-295 transport aircraft) কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

সামরিক সামগ্রী পরিবহনের জন্য বিমান তৈরির পাশাপাশি আগামীদিনে ভারত বড় আকারের যাত্রীবাহী বিমান (Big passenger planes) তৈরি করবে বলেও রবিবার ভাদোদরার মঞ্চ থেকে আশাপ্রকাশ করেন তিনি।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "ভারতে সমস্ত রকম পণ্য তৈরির করার জন্য আমরা সবরকমের পদক্ষেপ নিচ্ছি। আগামীদিনে ভারত বিশ্বের মধ্যে একটি বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত হয়ে উঠবে। ভারত এখন নিজেদের যুদ্ধবিমান (fighter plane), ট্যাঙ্ক (tanks) ও ডুবোজাহাজ (submarine) নিজেই তৈরি করছে। আর ভারতে তৈরি ওযুধ (medicines) ও ভ্যাকসিন (vaccines) আজ গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে।  ইলেকট্রনিক্স গেজেট, ফোন ও গাড়ি ভারতে তৈরি হওয়ার পর বিশ্বের বহু দেশে ছড়িয়ে পরেছে। 'মেক ইন ইন্ডিয়া, মেকস ফর গ্লোবস (Make in India, Make for the globe)' মন্ত্রকে (Mantra) সঙ্গী করে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে ভারত। ভারতে এবার পরিবহনের যোগ্য বিমানও তৈরি হতে চলেছে। যার পথ চলা শুরু হল আজকে। আমি সেই সময়ও দেখতে পাছি যখন বিশ্বের বড় বড় যাত্রীবাহী বিমানগুলোও ভারতে তৈরি হচ্ছে।"