Whats App (Photo Credit: Pixabay)

হোয়াটস অ্যাপ কি ব্যবহারকারীদের গোপণীয়তা ভঙ্গ করছে? হোয়াটস অ্যাপ ব্যবহার কিংবা অব্যবহারের সময় সেখানে কি মাইক থাকছে? যা থেকে ব্যবহারকারীদের গোপণীয়তা ভঙ্গ হচ্ছে। সম্প্রতি এমন অভিযোগ নিয়ে শোরগোল শুরু হলে, বিষয়টি কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে পরীক্ষা করে এবং খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।

কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, কোনও হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ফোনের ব্যবহার না করার সময় তাঁর  মাইক্রোফোন অ্যাক্সেস করছে। এমন একটি অভিযোগ জমা পড়ায়, তা  নিয়ে সরকার তদন্ত করবে।

রাজীব চন্দ্রশেখর আরও বলেন, ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল তৈরি হওয়ার পরেও সরকার গোপনীয়তা রক্ষা নিয়ে সমস্ত কিছু পরীক্ষা করে দেখবে।