Android (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: সাইবার হানার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড (Android), গুগল ক্রোম (Google Chrome) এবং ফায়ারফক্স (Firefox) ব্যবহারকারীরা। দেশের সরকার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস), গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের নিরাপত্তার ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন: Facebook: ইউজারদের ব্যক্তিগত মেসেজ নেটফ্লিক্সকে ১০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছে ফেসবুক

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) অনুসারে, অ্যান্ড্রয়েড ওএস এবং এই দুটি ওয়েব ব্রাউজারেই এই ধরনের প্রযুক্তিগত নিরাপত্তার ঝুঁকি দেখা গিয়েছে। অ্যান্ড্রয়েড 12, 12L, 13, 14 সংস্করণের ব্যবহারকারীরা সাইবার হানার ঝুকির মুখে রয়েছেন বলে জানানো হয়েছে। সাইবার প্রতারকরা ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা চুরি করতে পারার শঙ্কা প্রকাশ করেছে।