সোশাল মিডিয়ায়া হামেশাই কিছু না কিছু ট্রেন্ড ভাইরাল হচ্ছে। কয়েকদিন আগে গিবলি নিয়ে মাতামাতি হচ্ছিল। এবার নেটিজেনদের মন কেড়েছে ন্যানো ব্যানানা ট্রেন্ড (Nano Banana Trend)। যেখানে আপনার পছন্দের ছবি এআই-য়ের সাহায্যে ভার্চুয়ালি মূর্তির ছোট ভার্সন বানিয়ে নিতে পারবেন। তবে এটি বানাতে হবে গুগল জেমিনি সাহায্য নিয়ে। ইতিমধ্যে সেলিব্রিটি, সোশাল স্টারদের মাধ্যমে এটি ট্রেন্ডে এসেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে এরকম অদ্ভূতুড়ে নাম এল কীভাবে?

ন্যানো ব্যানানা নামটি এল কীভাবে?

আসলে গুগল জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজের ছোট নাম ন্যানো ব্যানানা। সেখান থেকেই ট্রেন্ডের নাম এরকম। ইতিমধ্যে বেশকিছু তারকা, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, খেলোয়াড় এমনকী রাজনৈতিক নেতারাও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, কীভাবে বানাবেন এই ধরনের থ্রিডি মডেল? কারণ অনেকেই বুঝে উঠতে পারছেন না ন্যানো ব্যানানার সঠিক পদ্ধতি।

দেখুন পোস্ট

কীভাবে বানাবেন ন্যানো ব্যানানা?

এরজন্য জেমিনিতে আপনার পছন্দের একটি ছবি আপলোড করে তার সঙ্গে লিখতে হবে, “Create a 1/7 scale commercialized figurine of the character in the photo, realistic style, on a computer desk, with a round transparent acrylic base and no text. Next to it, add a toy packaging box printed with original artwork.” ব্যাস, তাহলেই হয়ে যাবে ট্রেন্ডিং থ্রিডি মডেল।