বাজেট ফ্রেন্ডলি Pixel 4a নিয়ে হাজির গুগল। তবে ভারতে আপাতত এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কোনও তারিখ ঘোষণা হয়নি। প্রাথমিকভাবে আমেরিকায় লঞ্চ করতে চলেছে ফোনটি। Google Store, Google Fi-তে করা যাচ্ছে বুকিং, ২০ অগাস্ট থেকে মার্কিন বাসিন্দারা কিনতে পারবেন এটা Google Store, BestBuy.com এবং Amazon.com-এ। 2340x1080 পিক্সেল রিজলিউশন-সহ ৫.৮১ ইঞ্চির FHD+ Punch-hole ডিসপ্লে রয়েছে ফোনটিতে।
মোবাইলটির ক্যামেরাতে রয়েছে চমক। ১২.২ এমপি রিয়ার ক্যামেরা সাপোর্টিং OIS এবং ডুয়াল পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাস রয়েছে Pixel 4a-তে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ৮ এমপি স্ন্যাপার। Pixel 4a স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Adreno 618 GPU-সহ Qualcomm Snapdragon 730G SoC। 6GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজে মিলবে স্মার্টফোনটি। Pixel 4a স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। স্মার্টফোনটিতে 18W ফাস্ট চার্জিং ফেসিলিটি-সহ রয়েছে ৩,১৪০ মেগাহার্ৎজ ব্য়াটারি।