নতুন দিল্লি, ১০ মার্চ: স্যাটেলাইট ম্যান Udupi Ramachandra Rao এর –তম জন্মদিনে তাঁকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এই ভারতীয় অধ্যাপক মহাকাশ বিজ্ঞানী হিসেবে বিশ্বের বৈজ্ঞানিক মহলে সবিশেষ পরিচিত ছিলেন। এ দেশের মহাকাশবিজ্ঞান চর্চার একজন পথিকৃৎ এই উদুপি রামাচন্দ্র রাও।। তিনি তাঁর কর্মজীবনের একটি পর্বে Indian Space Research Organisation (ISRO)-এর চেয়ারম্যান ছিলেন। ১৯৭৫ সালে ভারত থেকে প্রথম মহাকাশে পাড়ি দেয় স্যাটেলাইট আর্যভট্ট। এই উপগ্রহের মহাকাশে পাড়ির নেপথ্যে ছিলেন উদুপি রামাচন্দ্র রাওের মতো স্বনামধন্য মহাকাশ বিজ্ঞানী।
উল্লেখ্য, প্রফেসর রাও প্রথম থেকেই ভারতীয় মহাকাশবিজ্ঞানের (the father of India’s space program) জনক Dr Vikram Sarabhai-এর স্নেহধন্য ছিলেন। কসমিক রে ফিজিসিস্ট হিসেবে প্রথম দিকে কর্মজীবন শুরু করেন অধ্যাপক রাও। ১৯৩২ সালের ১০ মার্চ কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামে তাঁর জন্ম হয়। এরপর ২০১৭ সালে এই মহাণ প্রাণের জীবনাবসান ঘটে। ১৯৭৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ২০১৭-তে পদ্মবিভূষণে সম্মানিত হন উদুপি রামাচন্দ্র রাও।+