নয়াদিল্লি, ৯ মার্চ: রঙের খেলায় মেতে উঠেছে সাধারণ মানুষ। আবির-রঙে রঙিন হয়ে ওঠার দিন আজকে। হোলিকে (Happy Holi 2020) স্বাগত জানাতে তৈরি গুগলও। গুগলের হোলি সেলিব্রেশনের অংশীদার হতে পারবেন আপনিও। ল্যাপটপ, স্মার্টফোন থাকলেই আর চিন্তা নেই। আপনিও সামিল হতে পারবেন গুগলের (Google) হোলিতে।
গুগলে গিয়ে টাইপ করুন Holi। এরপর আপনার স্ক্রিনে খুলে যাবে হোলির একটি পেজ। সেখানে একটি গোল বাটির মধ্যে দেখতে পাবেন রংবেরঙের আবির মেশানো রয়েছে। সেই আবিরের বাটিতে ছুঁলেই রঙে রঙিন হয়ে উঠবে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিন।
শুধু এখানেই শেষ নয়। জল দিয়ে স্ক্রিনটাকে পরিষ্কার করারও অপশন রয়েছে এখানে। তারজন্য রয়েছে জলের বিন্দুর মত একটি চিহ্ন। সেই চিহ্নে হাত ছোঁয়ালেই আপনার স্ক্রিনের উপর জল গড়িয়ে পড়বে। অ্যানড্রয়েড এবং আইওএস দুটোতেই পেয়ে যাবেন এই অপশন।
কীভাবে ল্যাপটপ এবং মোবাইলকেও হোলির দিনে রঙিন করে তুলবেন। সেটা দেখে নিন একনজরে।
🔴Step 1: Go to the Google search app.
🟣Step 2: Type ‘Holi’.
🟢Step 3: Tap on the coloured powder bowls.
🔵Step 4: Start tapping on your screen.
🟡Step 5: Show us how many colours you can fill your screen with. #HappyHoli
— Google India (@GoogleIndia) March 9, 2020