Good News For Mobile Users: বড় পরিবর্তন, ভুয়ো কল, এসএমএস রুখতে ১ মে থেকে নয়া নির্দেশ TRAI-এর
Photo Credits: Pixabay

ভুয়ো কল এবং ভুয়ো এসএমএসে ঘুম উড়ছে? কোনও  কাজ করতে গেলেই মোবাইল বাজছে টুংটাং করে?  কল রিসিভ করলে ফোনের ওপাশ থেকে কোনও দরকারি কথা নয়, উলটোপালটা বলতে শুরু করে? এবার এমনই বিরক্তি থেকে মুক্তির দিন এসে গিয়েছে। আগামী ১ মে থেকে বড় পরিবর্তন আসছে। অর্থাৎ মোবাইলে ভুয়ো কল, ভুয়ো এসএমএস থেকে মুক্তি পেতে চলেছেন আপনি। ভারতীয় টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর মাধ্যমে ভুয়ো কল এবং ভুয়ো এসএমএস বন্ধ নিয়ে যে নিয়মগুলি রয়েছে, তার মধ্যে একটি বড় পরিবর্তন হবে।

ট্রাই-এর পক্ষ থেকে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার মোবাইলের ফোন কল এবং মেসেস সার্ভিসে ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার অ্যাড করতে হবে৷ এটা থেকেই আপনি ফোনে আসা ভুয়ো কল এবং মেসেজ থেকে মুক্তি পেতে পারেন। ট্রাই-এর নির্দেশ অনুযায়ী, ১ মে থেকে ভারতের সমস্ত টেলিকম কোম্পানির ফোন কল এবং ম্যাসেজে সংশ্লিষ্ট ফিল্টার লাগানা হবে।

ভুয়ো কল এবং এসএমএস রুখতে এয়ারটেল এ বিষয়ে আগে থেকেই এআই ফিল্টার ব্যবহার শুরু করেছে। জিও-র ক্ষেত্রেও এআই ফিল্টার লাগানোর প্রস্তুতির ঘোষণা করা হয়েছে।