নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: থমকে গেল গুগলের (Google) দু'টি সবথেকে জনপ্রিয় অ্যাপ্লিকেশন- জিমেল (Gmail) এবং ইউটিউব (You Tube)। সোমবার বিশ্বজুড়ে আচমকাই থেমে গেল এই দু'টি অ্যাপ্লিকেশনের কাজ। টুইটার-সহ সমস্ত সোশ্যাল মিডিয়াতেই নেটিজেনরা এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। জিমেল এবং ইউটিউবের পাশাপাশি ব্যবহার করা যাচ্ছে না গুগল চ্যাট, হ্যাঙআউট-সহ অন্যান্য পরিষেবা।
করোনা মহামারীর কারণে চলছে এখন ওয়ার্ক ফ্রম হোম। আর এর জেরে গুগল চ্যাট, জিমেল অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে সকলের কাছেই। এছাড়াও প্রায় সমস্ত অফিসেই ব্যবহার করা হয় জিমেলের। সেটিও স্তব্ধ হয়ে পড়েছে সোমবার বিকেল থেকে। এর জেরে ব্যপকভাবে ব্যহত হচ্ছে অফিসিয়াল কাজকর্ম।
বিশ্বজুড়ে স্তব্ধ জিমেল এবং ইউটিউব-
"Something went wrong..."
Some users in the Philippines report trouble accessing YouTube and Google Mail on Monday evening. #youtubedown #gmaildown
Are you experiencing this issue as well? pic.twitter.com/UsEZR4ovkO
— ABS-CBN News (@ABSCBNNews) December 14, 2020
জিমেলে কিছু সার্চ করতে গেলেই স্ক্রিনে ভেসে উঠছে "500. That's an error."। কেউ কেউ আবার এই বিষয়টি নিয়ে বেশ মজাও করেছেন। গুগলও বিরক্ত এই ২০২০ সালটা নিয়ে।
Looks like even @gmail is done with 2020. 😐#GmailDown
— Ananya Bhattacharya (@ananya116) December 14, 2020
কী হচ্ছেটা কী?
Both @YouTube and Gmail are down, what’s happening 😳
— Dr. Gia Sison (@giasison) December 14, 2020
বড়সড় কোনও একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে গুগলকে। তবে এর পিছনে ঠিক কী কারণ রয়েছে, সেটি এখনও অজানা।