ভারতে (India) এসে একটি সবজির বাজারে গিয়ে রবিবার ইউপিআইয়ের (UPI) মাধ্যমে জিনিসের টাকা মেটাতে (payment) দেখা গেল জার্মানির ফেডারেল ডিজিটাল ও পরিবহন মন্ত্রী ভলকার উইসিং (Germany's Federal Minister for Digital and Transport Volker Wissing)। নিজের এই অভিজ্ঞতায় অভিভূত হয়ে পড়েছেন তিনি।
পরে এপ্রসঙ্গে ভারতে অবস্থিত জার্মান দূতাবাসের (German Embassy India) পক্ষ থেকে টুইট করা হয়, ভারতের সাফল্যের (success) অন্যতম নিদর্শন হল ডিজিটাল পরিকাঠামো (digital infrastructure)। ইউপিআইয়ের ফলে এখন সবাই মুহূর্তের মধ্যে টাকার লেনদেন (transactions) করতে পারছেন। লক্ষ লক্ষ ভারতীয় (Indians) এর ব্যবহার করছেন। ডিজিটাল ও পরিবহনের ফেডারেল মন্ত্রী ভলকার উইসিং ইউপিআই সিস্টেমের এই সহজ ব্যবহারের সাক্ষী হয়ে অভিভূত।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Germany's Federal Minister for Digital and Transport Volker Wissing used UPI to make a payment in India and was 'very fascinated' by the experience.
"One of India’s success story is digital infrastructure. UPI enables everybody to make transactions in seconds. Millions… pic.twitter.com/0l2bO32EIN
— ANI (@ANI) August 20, 2023