অনলাইন পড়াশোনার প্ল্যাটফর্ম বাইজুতে ফের বড়মাপের কর্মী ছাঁটাই চলছে। রিপোর্টে প্রকাশ, গত শুক্রবার থেকে বাইজু তাদের প্রায় প্রতিটি বিভাগ থেকেই কর্মীদের ছাঁটাই করে চলেছে। তাদের পূর্ণ সময়ের ৫০০ থেকে হাজার জন কর্মীকে ছাঁটাই করছে বাইজু। এমনটাই খবরে প্রকাশ।
বাইজু-র এইচআর-রা ফোনে, মুখোমুখি কর্মীদের জানিয়ে দিচ্ছেন তাদের আর কাজ করতে হবে না। বাইজুর ট্রেনিং, ফিনান্স, সেলস, পোস্ট-সেলস, মেন্টরিং, লজিস্টিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে বলে খবর। কর্মীদের কোনওরকম অগ্রিম নোটিশ ছাড়াই তাড়াচ্ছে বাইজু।
দেখুন টুইট
🚨🚨#BREAKING | Fresh #layoffs at Byju's, to impact 500-1,000 full-time employees. pic.twitter.com/dkcX4d0DRI
— ETtech (@ETtech) June 19, 2023
এমন কথাও সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকে জানাচ্ছেন। এমনও শোনা যাচ্ছে গত বুধবারও তাদের বেশ কয়েক জন কর্মীদের জানানো হয়েছে, তাদের আর কাল থেকে কাজ করতে হবে না। আর্থিক চাপে থাকা বাইজু ক্ষতির বহর কমাতেই কর্মী সঙ্কোচন করছে বলে মনে করা হচ্ছে।