Indian Old Sim Cards (Representational Image) (Photo Credit: Twitter)

এক নামে একাধিক ভুয়ো সিম কার্ড ইস্যু করার বিষয়টি মুম্বাই পুলিশের নজরে আসার তিন দিন পর টেলিকম বিভাগ মুম্বাইয়ে ৩০,০০০ সিম নিষ্ক্রিয় করেছে। টেলিফোন পরিষেবা প্রদানকারীদের দ্বারা জারি করা সিম কার্ডগুলি তাদের গ্রাহক ডেটাবেসে DoT মুম্বাই এলএসএ দ্বারা বিশ্লেষণ করা হয়েছিল এবং ৬২ টি গ্রুপ চিহ্নিত করা হয়েছিল যেখানে বিভিন্ন নামের জন্য অনুরূপ চিত্রগুলি সনাক্ত করা হয়। এই ৬২টি গ্রুপে মোট ৮ হাজার ২৪৭ জন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে। এক শীর্ষ DoT কর্মকর্তা বলেন, "পয়েন্ট অব সেল (PoS) অর্থাৎ মোবাইল সিম বিক্রেতাদের যোগসাজশ রয়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে যাদের গ্রুপে ভুয়া সিমের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি।"

DoT মুম্বাই, সঞ্চার সাথী পোর্টালের সূচনার সময় টেলিকম বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এইচ এস জাখর জানান সেরকমই একটি ঘটনায়, এক জনের নামে মোট ৬৮৪টি সিম জারি করা হয়েছে। তিনি বলেন, টেলিকম বিভাগ এই কাজের জন্য একটি উদ্ভাবনী সুপার কম্পিউটার ব্যবহার করে যেখানে এএসটিআর-এএআই এবং ফেসিয়াল রিকগনিশন চালিত সলিউশন ব্যবহার করা হয়। এটির মূল কাজ নকল বা জালকে চিহ্নিত ও নির্মূল করা। তিনি স্বীকার করেন যে, প্রতারকদের দক্ষতার মাত্রা এমনই যে, তারা পরিচয়পত্র/ঠিকানা সংক্রান্ত ভুয়ো প্রমাণ তৈরি করেছে। যা সাধারণ মানুষের পক্ষে ধরা কঠিন।