Facebook Pay: ফেসবুক পে লঞ্চ করল ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের সাহায্যেও করা যাবে লেনদেন
Facebook New Logo (Photo Credits: IANS)

সান ফ্রান্সিস্কো, ১৩ নভেম্বর: Facebook লঞ্চ করল নিজের পেমেন্ট সার্ভিস - ফেসবুক পে (Facebook Pay)। এবার এর মাধ্যমে ফেসবুক, Instagram, Messenger আর WhatsApp-এর সাহায্যেও পেমেন্ট করা সম্ভব। এটি এই সপ্তাহেই অ্যামেরিকায় চালু হবে। খেলার টিকিট, ইভেন্টের টিকিট, ম্যাসেঞ্জারে ব্যক্তিগত টাকা আদান-প্রদান করা যাবে। এছাড়া ফেসবুক মার্কেটপ্লেসে (Facebook Marketplace) নির্বাচিত সাইটে গিয়ে কেনাকাটাও করা যাবে। Facebook Pay ট্রানজেকশনের জন্য সিঙ্গাল সিস্টেম উপলব্ধ করা যাবে। যার মানে এটা যে এতে ইউজারদের ডেটা যেমন ক্রেডিট কার্ডের ডিটেল সেফ থাকবে। ব্লগে জানান হয়েছে যে Facebook Pay কিছু বিশেষ ক্রেডিট আর ডেবিট কার্ডই সাপোর্ট করবে। এর মধ্যে PayPal-ও রয়েছে। ফেসবুক পে কিন্তু Libra Network-এর Calibra Wallet (ডিজিটাল টাকা) থেকে আলাদা। শুরুতে ইউনিফাইড পেমেন্ট সার্ভিস পাওয়া যাবে শুধুমাত্র ফেসবুক আর Messenger-এ। ফেসবুক আর Messenger-এ ফেসবুক পেমেন্ট ব্যাবহার করার জন্য সাবার আগে সেটিংস-এ যেতে হবে।

ফেসবুকের মার্কেটপ্লেস ও কমার্সের ভাইস প্রেসিডেন্ট দেবোরাহ লিউ (Deborah Liu) মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, "সময়ের সঙ্গে সঙ্গে আমরা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আরও বেশি লোকের জন্য এবং জায়গায় ব্যবহারের জন্য ফেসবুক পে আনার পরিকল্পনা করছি।" সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট জানিয়েছে যে ফেসবুক পে বিদ্যমান আর্থিক কাঠামো এবং অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত এবং এটি ক্যালিব্রা ওয়ালেট থেকে পৃথক। যা লিব্রা নেটওয়ার্ক ও সংস্থার ডিজিটাল মুদ্রায় চলবে। আরও পড়ুন:  Samsung Galaxy M50: চলতি সপ্তাহেই Galaxy M সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং, পাওয়া যাবে অফলাইনেও

কীভাবে ফেসবুক বা ম্যাসেঞ্জারে ফেসবুক পে ব্যবহার করবেন?

ফেসবুক অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে "সেটিংস" এ গিয়ে "ফেসবুক পে" -তে যান। একটি অর্থপ্রদানের পদ্ধতি যুক্ত করুন। পরের বার আপনি অর্থ লেনদেনের সময় ফেসবুক পে ব্যবহার করুন। একবার ফেসবুক পে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে পাওয়া গেলে আপনি প্রতিটি অ্যাপ্লিকেশনের মধ্যে সরাসরি সেট আপ করতে পারবেন।

দেবোরাহ লিউ বলেন, "ফেসবুক পে দিয়ে আমরা সুরক্ষিতভাবে বিনিয়োগ করছি। আমরা আপনার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরগুলি সুরক্ষিত থাকবে। আমাদের সিস্টেমে জালিয়াতি করা যাবে না।" টাকা লেনদেনের ব্যবহারকারীরা সুরক্ষার জন্য পিন, টাচ বা ফেস আইডি শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন। ভারতে ফেসবুক পিয়ার-টু-পিয়ার পেমেন্ট সিস্টেম হোয়াটসঅ্যাপ পে চালু করার ল