সান ফ্রান্সিসকো, ১০ সেপ্টেম্বর: টেক জায়ান্ট Facebook এবার গাঁটছড়া বাঁধল বিখ্যাত চশমা সংস্থা রে-ব্যানের সঙ্গে৷ ব্যবসায়িক উন্নতিতে যখন সংযুক্তি তখন তো নতুন কিছু বাজারে আসছে, বেশ বোঝা যায়৷ হয়েছেও তাই, রে-ব্যান ও Facebook যৌথভাবে বাজারে আনছে প্রথম স্মার্ট চশমা৷ নাম দিয়েছে Ray-Ban Stories৷ Ray-Ban ছাড়াও Facebook একই সঙ্গে EssilorLuxottica-র সঙ্গেও জোট বেঁধেছে৷ স্মার্ট চশমা Ray-Ban Stories মোট ২০-রকম স্টাইলে পাওয়া যাবে৷ এর মূল্য ধার্য হয়েছে ২৯৯ মার্কিন ডলার৷ অনলাইনে কিনতে পারেন Ray-Ban Stories৷ এছাড়া দোকান থেকে কেনা য়াবে শুধু আমেরিকা, কানাডা, আয়ার্ল্যান্ড, ইটালি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে৷ আরও পড়ুন-9/11 Attacks: ২০ বছর পরেও টাটকা ৯/১১- হামলার ক্ষত, মার্কিন মুলুকে প্রিয়জনদের শ্রদ্ধা জ্ঞাপন
এই Ray-Ban Stories-এর ফিচার্সের মধ্যে অন্যতম হল, দুটি ফ্রন্ট 5MP facing camera৷ এই দুটি ক্যামেরা ছবি ও ভিডিও তোলার জন্য চশমার কাচে থাকছে একটি বাটনও৷ রেকর্ডিংয়ের সময় এই বাটন প্রেস করতে হবে৷ অথবা মুখে “Hey Facebook, take a video”, বললেও শুরু হয়ে যাবে রেকর্ডিং৷ দু’চোখ ভরে যা দেখছেন সবই রেকর্ড করতে পারবেন সহজে৷ ফেসবুক সহযোগী ভয়েস কম্যান্ড অথবা ক্যাপচার বাটনের সাহায়্যে ৩০ সেকেন্ডের ভিডিও করা যাবে৷ ছবি বা ভিডিও তোলার সময় চশমায় জ্বলবে LED আলো৷ যা দেখে আশপাশের মানুষ বিষয়টি বুঝে যাবে৷
Welcome back to the moment.
Discover our first generation of smart glasses that keeps you connected. So you can keep your eyes on the world around you.
Created in collaboration with @Facebook, #RayBanStories are the new way to capture, share and listen. pic.twitter.com/Oe2VBJctUW
— Ray-Ban (@ray_ban) September 9, 2021
নতুন ফেসবুক ভিউ অ্যাপের সঙ্গে এই Ray-Ban Stories-এর যোগ রয়েছে৷ তাই Ray-Ban Stories ইউজার সহজেই ছবি ভিডি বন্ধুদের শেয়ার করতে পারবেন৷ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে পারবেন৷ classic Ray-Ban styles - Wayfarer, Wayfarer Large, Round এবং Meteor- এতগুলো স্টাইলে মিলবে এই চশমা৷ এদিকে clear, sun, transition এবং prescription ছাড়াও লেন্সের ক্ষেত্রে থাকছে পাঁচ রকম রং৷