Twitter. (Photo Credits; Twitter)

টুইটারের প্রধান নির্বাহী বা, সি ই ও-র পদ থেকে সরে দাঁড়াবেন কি না সেই নিয়ে ধোঁয়াশা বাড়িয়ে টুইট করলেন ইলন মাস্ক। নিজের তৈরী গণভোটের ফল বিপক্ষে যেতেই কী সুর বদলালেন তিনি? টুইট বার্তায় তিনি লিখেছেন-

চাকরি নেওয়ার মতো বোকা কাউকে পাওয়া মাত্রই আমি সিইও পদ থেকে পদত্যাগ করব! এর পরে, আমি শুধু সফ্টওয়্যার এবং সার্ভার টিম চালাব।

২০২২ সালেই সকলকে চমকে দিয়ে টুইটারের শীর্ষপদে বসেছিলেন এলন মাস্ক। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম নিয়ে তাঁর একের পর এক সিদ্ধান্ত বিতর্কের ঝড় তুলেছে। সম্প্রতি নিজের সোশ্যাল প্ল্যাটফর্মেই একটি গণভোটের আয়োজন করেছিলেন এলন। টুইটার প্রধান পদ থেকে তাঁর সরে যাওয়া উচিত কিনা জানতে চেয়ে এই টুইটার পোল তৈরি করেছিলেন মার্কিন ধনকুবের। সেখানে “হ্যাঁ” অথবা “না” জবার দিতে পারবেন যে কোনও টুইটার ব্যবহারকারী। তিনি জানিয়েছিলেন এই ভোটের ফলাফলের উপরেই নির্ভর করবে কোম্পানির শীর্ষপদে তাঁর ভাগ্য।

 গত ১৯ ডিসেম্বর এই গণভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় সেখানে বেশিরভাগ টুইটার ব্যবহারকারী এলন মাস্ককে সংস্থার শীর্ষপদ থেকে সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। এই ভোটে অংশগ্রহণকারী ৫৭.৫  শতাংশ টুইটার ব্যবহারকারী মনে করেন মার্কিন ধনকুবেরের টুইটার প্রধান পদ থেকে সরে যাওয়া উচিত। অন্যদিকে ৪২.৫ শতাংশের মত নিজের পদে থেকে কাজ চালিয়ে যান এলন। মোট ১৭,৫০২,৩৯১ জন  টুইটার ব্যবহারকারী এই ভোটে অংশ নিয়েছিলেন।