বেঙ্গালুরু, ২৬ নভেম্বর: সামনেই ক্রিসমাস হোটেল বুকিং মিলছে না। আইআরসিটিসি-র হালও বেহাল। ইচ্ছে থাকলেও বেরু বেরু আর হল না। তবে চিন্তা নেই, এবার ই-কমার্স জায়ান্ট (e-commerce giant) আমাজন ইন্ডিয়া (Amazon India) থেকে কিনতে পারবেন ট্রেনের টিকিট। বিমান বুকিং, হোটেল বুকিং সবকিছু। আর আইআরসিটিসি বা ট্রাভেল এজেন্টের কাছে হত্যে দিয়ে পড়ে থাকার দরকার পড়বে না। ইতিমধ্যেই ফ্লাইট বুকিংয়ের কাজ ক্লিয়ার ট্রিপের মাধ্যমে শুরু হয়েছে। বুক মাই শো-র মাধ্যমে সিনেমার বুকিংও চলছে। এবার অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করে হোটেল বুকিংয়ের আয়োজন প্রায় সেরেই ফেলেছে আমাজন। আরও পডুন-Sabarimala Temple: আজ শবরিমালায় প্রবেশ করবই কেউ আটকাতে পারবে না, কোচি পৌঁছে জানান দিলেন সমাজকর্মী ত্রুপ্তি দেশাই
তবে প্রতিযোগী ফোন-পে –এর সঙ্গে টক্কর দিতে গেলে আমাজনকে ধীরে ধীরে হোটেল বুকিং, ট্রেন ও বিমানের টিকিট বুকিংয়ের কাজে হাত পাকাতে চাইছে। তবে ই-কমার্স জোন আমাজন ভোগ্যপন্যের ব্যবসায় চুটিয়ে মুনাফা করছে ও করছে। আশা করা যায় এক্ষেত্রেও ফোন-পেএর মতো প্রতিযোগীকে সে মাত করে দিতে পারবে। তবে শুধু ফোন-পে একা নয়, রয়েছে পে-টিএম। তবে পেটিএম নিজের মতো সংস্থা বানিয়েই যাবতীয় কাজকর্ম করে। তবুও ব্যবসায়িক ক্ষেত্রে এরাতো আমাজনের বড়মাপের প্রতিযোগী, তা অস্বীকার করার কোনও উপায়ই নেই। তবে তাতে কি, আমাজন চাইলে কীই না করতে পারে। এবারও যে তার ব্যাতিক্রম হবে না তা বলাই বাহুল্য।