Layoffs, Representational Image (Photo Credit: Pixabay)

Dream11 Layoffs: অনলাইন গেমিং অ্যাপ বিল এনেছে সরকার। যার জেরে এবার কি ফের ছাঁটাইয়ের (Dream11 Layoffs) মুখে পড়বেন বহু মানুষ? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনলাইন গেমিং অ্যাপ (Online Gaming App) সংক্রান্ত বিল আনায় ড্রিম ১১ এ কি ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

রিপোর্টে প্রকাশ, কেন্দ্রীয় সরকারের তরফে অনলাইন গেমিং সংক্রান্ত যে বিল আনা হয়েছে, তার জেরে ড্রিম ১১ এর কর্মকাণ্ড ৯৫% ক্ষতিগ্রাস্থ হতে চলেছে। যার জেরে কোম্পানি থেকে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।

যদিও ড্রিম ১১-এর সিইও হর্ষ জৈন অন্য কথা বলছেন। হর্ষ জৈন বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে যে বিল আনা হয়েছে, তার জেরে কোনও চাকরি যাবে (Layoffs 2025) না। ড্রিম ১১-এ যাঁরা চাকরি করেন, তাঁদের রোজগার অক্ষত থাকবে বলে আশ্বাস দেন সিইও।

প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের তরফে আরএমজি যখন নিষিদ্ধ করা হচ্ছে, সেই সময় ড্রিম ১১ একটি ফ্রি-প্লে গেম মডেল হিসেবে মানুষের সামনে উঠে আসছে বলে খবর।

ছাঁটাই নিয়ে কী বললেন হর্ষ জৈন 

ড্রিম ১১ এ ছাঁটাই হচ্ছে না। এমনই জানান সংস্থার সিইও হর্ষ জৈন। এখানে যাঁরা চাকরি করেন, তাঁদের কেরিয়ার নিরাপদ।  এমনই মন্তব্য করা হয় হর্ষ জৈনের তরফে। কঠিন পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হয় এবং কর্মীদের সুরক্ষিত করতে হয়, সেই প্রচেষ্টা তাঁরা শুরু করেছেন বলে জানান হর্ষ।

পাশাপাশি ড্রিম ১১ এর তরফে এক নাগাড়ে কাজ করা হচ্ছে। কীভাবে নতুন প্রোডক্ট তৈরি করে, তার সুফল পাওয়া যায়, সেই চেষ্টা চলছে বলে জানান হর্ষ জৈন।