US President Donald Trump (Photo Credits: X)

Trump TikTok Ban: দুনিয়ার এক নম্বর শর্ট ভিডিও চিনের টিকটক নিষিদ্ধ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তথ্য চুরি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক-কে নিষিদ্ধ ঘোষণা করে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল জো বাইডেন প্রশাসন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই ডোনাল্ড ট্রাম্প চিনের বাইটডান্স কোম্পানির প্রোডাক্ট 'টিকটক'-কে অক্সিজেন দেন। টিকটক-কে নিয়ে ট্রাম্পের ফর্মুলা হল, সেটিকে কোন মার্কিন ব্যবসায়ীকে বিক্রি করে দিতে হবে বাইটডান্স-কে। তাহলে মার্কিন মুলুকে টিকটক ব্যান হবে না, আবার চিনের কোম্পানিও মোটা অর্থ পেয়ে যাবে।

টিকটকের দাম উঠেছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার

কিন্তু ট্রাম্প প্রশাসন ও বাইটডান্সের সব শর্ত মেনে ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি বিপুল অর্থে মার্কিন ডলারে টিকটক কেনার কাউকে পাওয়া যাচ্ছিল না। তাই বারবার ট্রাম্পকে টিকটক ব্যানের সময়সীমা পিছিয়ে দিতে হচ্ছিল। কারণ একবার ব্যান হয়ে গেলে, সেটি বিক্রি কার্যত অসম্ভব হয়ে যায়।

ট্রাম্প-টক টিকটক টিকটিক

দু সপ্তাহের মধ্যে টিকটক বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকায়, দাবি ট্রাম্পের

তবে রবিবার ফক্স নিউজের সাক্ষাতকারে ট্রাম্প ঘোষণা করল, টিকটক-এর ক্রেতা মিলে গিয়েছে। আগামী দু সপ্তাহের মধ্যে ট্রাম্প ঘোষণা করবেন আমেরিকায় টিকটক-এর মালিক কে হবেন।