শ্রীনগর: কাশ্মীর (Kashmir) থেকে জঙ্গিদের (terrorists) পুরোপুরি নির্মূল করতে এবার সিআরপিএফের হাতে অত্যাধুনিক বুলেটপ্রুফ গাড়ি (Hi-Tech Critical Situation Response Vehicles) তুলে দেওয়া হল। অত্যাধুনিক এই গাড়ির সাহায্যে অত্যন্ত সংকীর্ণ (narrow places) ও বিপদসঙ্কুল এলাকাতে জঙ্গিদের খুঁজে বের করে খতম করতে সক্ষম হবেন সিআরপিএফ (CRPF) জওয়ানরা।
#WATCH| CRPF introduces Hi-Tech Critical Situation Response Vehicles (CSRV) which is equipped with bulletproof armor and advanced weaponry. pic.twitter.com/r4VWL2s6KN
— ANI (@ANI) March 1, 2023
এপ্রসঙ্গে কাশ্মীরে সিআরপিএফের আইজি অপারেশন এম এস ভাটিয়া বলেন, "প্রযুক্তির দিক থেকে ক্রিটিকাল সিচুয়েশন রেসপন্স ভেহিকেলস ও বুলেটপ্রুফ জেসিবি (bullet proof JCB) দেওয়া হয়েছে। এটিতে অস্ত্রও থাকবে। কাশ্মীরের সংকীর্ণ এলাকায় যদি জঙ্গিরা লুকিয়ে থাকে তাহলে তাদের খুঁজে বের করে খতম করতে অত্যন্ত কাজে আসবে এটি। এর মধ্যে ক্যামেরাও থাকবে।" আরও পড়ুন: ডোডার ১১৮ জন জঙ্গি পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে আশ্রয় নিয়ে ভারতে সন্ত্রাসের ছক করছে, জানাল পুলিশ
J&K| Work has been done on technological front, critical situation response vehicles, bullet proof JCB. These are armoured& bullet proof. These are effective in J&K as terrorists hide in narrow places. Camera also act as technology force multiplyer: MS Bhatia, IG Ops CRPF Kashmir pic.twitter.com/NmkhRpdJH9
— ANI (@ANI) March 1, 2023