ডোডা: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) ডোডা (Doda) জেলার ১১৮ জন জঙ্গি (millitants) বর্তমানে পাকিস্তান (Pakistan) ও পাক-অধিকৃত কাশ্মীরের (Pakistan occupied Kashmir) বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে ভারতে সন্ত্রাসের ছক কষছে। বুধবার এই কথাই জানালেন ডোডার এসএসপি আব্দুল কায়ূম (SSP Doda Abdul Qayoom)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "ডোডা জেলার ১১৮ জন জঙ্গি বর্তমানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ১০ জন প্রচণ্ড সক্রিয় (most active) রয়েছে। তারা ডোডা ও কাশ্মীর অঞ্চলের যুব (youth) সম্প্রদায়কে সন্ত্রাসবাদী বানানোর চেষ্টা করছে। দুজন ব্যক্তিগত উদ্যোগ জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে আর দুজনকে ইতিমধ্যেই আইন ভঙ্গকারী হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। এদের একজনের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা অন্যদের বিস্তারিত খবর বের করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।" আরও পড়ুন: Heroin: অসমের কাছাড় থেকে বাজেয়াপ্ত ১০ কোটি ৪০ লক্ষ টাকার হেরোইন
J&K | 118 millitants of Doda district have made their base in Pakistan & Pakistan occupied Kashmir. Ten of them are most active, they try to involve youth in Doda & Kashmir provience into millitancy: SSP Doda Abdul Qayoom pic.twitter.com/RcjlZbJHHc
— ANI (@ANI) March 1, 2023
Two millitants have been declared individual terrorists & two have been declared proclaimed offenders & property of one seized. We are preparing dossier against others & action will be taken against them: SSP Doda Abdul Qayoom
— ANI (@ANI) March 1, 2023