বেজিং, ২৩ জুলাই: বিশ্বের অনেক দেশেই এখনও ঠিকমত ফাইভ জি পরিষেবা শুরু হয়নি। কিন্তু প্রযুক্তির ইঁদুর দৌড়ে সবার আগে থাকা চিন এরই মধ্যে 'সিক্স জি' পরিষেবা শুরু করার পথে। ২০১৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে 'ফাইভ জি' চালু করেছিল চিন। বেজিং, সাংহাই, গোয়াংঝাউ সহ চিনের শহরাঞ্চলের প্রদেশগুলিতে ফাইভ জি পরিষেবা সম্পূর্ণ হয়েছে। দু বছরের মধ্যেই দেশের গ্রামাঞ্চলেও ৫জি পরিষেবা অনেকটাই বিস্তার লাভ করে ফেলেছিল। গোটা দুনিয়া ৫জি পরিকাঠামোর ৬০ শতাংশই আছে চিনে। ২০২৩ সালের মধ্যে চিনে ৫ কোটি মানুষ ফাইভ জি পরিষেবা ব্যবহার করে থাকে। ড্রাগনের দেশে ২০ লক্ষ ৫জি বেস স্টেশন আছে। ফাইভ জি-র মত বিশ্বের প্রথম দেশ হিসেবে চিন সবার আগে ৬জি পরিষেবা চালু করতে চলেছে। সব ঠিকঠাক চললে ২০২৫-এর শুরুতেই চিন 'সিক্স জি' দেশ হতে চলেছে।
চার বছরক আগে চালু হওয়া ফাইভ জি-র গতিতে সন্তুষ্ট নয় ড্রাগনের দেশ। আর তাই ৬জি নিয়ে দ্রুততা বলা ভাল যুদ্ধকালীন পরিস্থিতির মত কাজ শুরু করেছে চিন।
বলা হচ্ছে ফাইভ জি-র চেয়ে ১০০ গুণ গতিসম্পন্ন হতে পারে ৬জি। ৫জি নেটওয়ার্কের গতি প্রতি সেকেন্ডে ১০ জিবি পর্যন্ত হতে পারে। সেখানে 'সিক্স জি' পরিষেবায় এক সেকেন্ডে ১ টিবি হওয়ার ক্ষমতা রাখে। ৬জি ভাচুর্য়াল রিয়েলিটির দুনিয়াকে অনেক সহজ করে তুলতে পারে।