প্রতীকী ছবি (Photo Credits: YouTube)

নয়াদিল্লি: ভারতের সার্বভৌমত্ব (sovereignty) ও অখণ্ডতা (integrity) রক্ষায় ১২২টি ইউটিউব (YouTube) নিউজ চ্যানেল (news channels) বন্ধ (block) করেছে কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় এপ্রসঙ্গে লিখিত জবাবে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Information and Broadcasting Minister Anurag Thakur) বলেন, "চ্যানেলগুলি তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৯এ লঙ্ঘনকারী বিষয়বস্তু বহন করে।" আরও পড়ুন:Twilio Layoff: কর্মীদের ছাঁটাইয়ের নতুন ঘোষণা ক্লাউড কমিউনিকেশন ফার্ম টুইলিওর, চাকরি যাবে প্রায় শতাধিক কর্মীর

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ২০২১ ডিসেম্বর থেকে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বার্থে, আইটি আইন, ২০০০ এর ধারা ৬৯এ লঙ্ঘনকারী সামগ্রী বহন করার জন্য ১২২টি ইউটিউব ভিত্তিক সংবাদ চ্যানেলের সার্বজনীন অ্যাক্সেস বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছে, ভারতের প্রতিরক্ষা, রাজ্যের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জনশৃঙ্খলা বা উপরোক্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত যে কোন অপরাধে ছিল এই চ্যানেলগুলির বিরুদ্ধে। তাই উস্কানি রোধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" আরও পড়ুন: Chandrayaan-3 Mission: সফলভাবে মিশন শেষ করে প্রপালশন মডিউল চাঁদ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে