নয়াদিল্লি: ভুয়ো খবর (Fake News) ছড়ানোর জেরে ৬টি ইউটিউব চ্যানেলকে (Youtube Channels) বন্ধ করল (Cracks Down) তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Information &Broadcasting ministry)।
বৃহস্পতিবার প্রেস ব্যুরো অফ ইন্ডিয়ার (PIB) তরফে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে। এই চ্যানেলগুলি ভুয়ো খবর ছড়ানোর অর্থনীতির (Fake news economy) একটা অংশ। বন্ধ হওয়া চ্যানেলগুলি টিভির অ্যাঙ্করদের (television news anchors) ভুয়ো, উত্তেজক থাম্বনেল (sensational thumbnails)-সহ বিভিন্ন ভাবে ব্যবহারকারীদের আকর্ষণ টানার চেষ্টা করত। এর মাধ্যমে ভুল পথে চালিত (mislead) করত।
সূত্রের খবর, ওই ৬টি ইউটিউব চ্যানেলের ১০০টি ভিডিয়ো দেখে তাদের বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক। আরও পড়ুন: Gujarat Shocker: ৫০০ টাকা নিয়ে বিবাদ, ২ বছরের শিশুকে খুন প্রতিবেশীর
Information &Broadcasting ministry cracks down on fake news peddling YouTube Channels. Busted channels are part of the fake news economy. The channels use fake, clickbait & sensational thumbnails & images of television news anchors of TV Channels to mislead: PIB pic.twitter.com/EcE4RoBZ9e
— ANI (@ANI) January 12, 2023