মারণ রোগ করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপের কারণে গৃহবন্দি দেশবাসী। বন্ধ সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবা। এই পরিস্থিতিতে দেশের বেশিরভাগ বেসরকারি কর্মসংস্থাগুলি ‘Work From Home’-এর ব্যবস্থা করেছে। এমন অবস্থায় সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই গ্রাহকদের বিনামূল্যে ডেটার সুবিধা দিতে চলেছে BSNL। ঘরবন্দি গ্রাহকদের জন্য নয়া প্ল্যান নিয়ে এসেছে BSNL।
বর্তমান পরিস্থিতিতে দুর্দান্ত ইন্টারনেট ডেটা অফার ঘোষণা করে একেবারে বিনামূল্যেই ‘Work@home’ ব্রডব্যান্ড প্ল্যান চালু করল এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা আন্দামান ও নিকোবর-সহ দেশের বিভিন্ন রাজ্যের সমস্ত BSNL গ্রাহকরাই এই ব্রডব্যান্ড পরিষেবার সুবিধা গ্রহণ করতে পাবেন। তবে রয়েছে একটি শর্ত। যে সমস্ত গ্রাহকদের ল্যান্ডলাইন কানেকশন রয়েছে, তাঁরাই একমাত্র বিনামূল্যে পাবেন এই বিশেষ সুবিধা। আরও পড়ুন, ১৫ জন নতুন করে আক্রান্ত, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, এই প্ল্যানে BSNL গ্রাহকরা ১০ এবিপিএস স্পিডে প্রতিদিন ৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পারবেন। ৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ১ এমবিপিএসে নেমে আসবে। এই প্ল্যানে কোনও ফলোআপ লিমিট থাকছে না। শুধু তাই নয, এর জন্য বাড়তি কোনও টাকাও দিতে হবে না BSNL গ্রাহকদের। সংস্থার তরফে বলা হয়েছে, তারা মনে করছেন এর ফলে গ্রাহকের সংখ্যা বাড়তে পারে। ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা বাড়া নিয়ে তারা আশাবাদী।