আসুস, (Asus) তাইওয়াই ভিত্তিক একটি জনপ্রিয় স্মার্টফোন সংস্থা। ভারতের বাজারে এবার আসুস নিয়ে এল ROG Phone 3 গেমিং স্মার্টফোন। ৬ আগস্ট থেকে ফ্লিপকার্টে শুরু হবে ফোনটির বিক্রি। ফোনটি কিনলে আপনি পেতে পারেন আকর্ষণীয় অফার। তবে, ঠিক কী কী অফার থাকছে। সেই সংক্রান্ত এখনও কোনও তথ্য সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়নি।
কী কী ফিচার্স থাকছে ফোনে? দেখে নিন একনজরে। 6.59-inch FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে ফোনটিতে, স্ক্রিন রিজলিউশন 2340x1080 পিক্সেল এবং ১৪৪ হার্ৎজ রিফ্রেশ রেট। ফটোগ্রাফি দুনিয়াতেও অন্যমাত্রা যোগ করবে ফোনটি, Sony IMX686 সেন্সর-সহ ৬৪ এমপি মেইন ক্যামেরা নিয়ে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল এবং ৫ এমপি টেরটিয়ারি লেন্স রয়েছে ফোনে। সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ২৪ এমপি স্ন্যাপার। আসুস ROG Phone 3 পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 865+ SoC।
ফোনটি দু'ধরণে পাওয়া যাচ্ছে, 8GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB ব়্যাম + 256GB ইন্টারনাল স্টোরেজ। 30W হাইপারচার্জ সাপোর্ট-সহ ৬ হাজার মেগাহার্ৎজ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে। Asus ROG Phone 3-র 8GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজের দাম ৪৯,৯৯৯ টাকা এবং 12GB ব়্যাম + 256GB ইন্টারনাল স্টোরেজের দাম ৫৭,৯৯৯ টাকা। ফোনটিতে গেমকুল ২ হিট-ডিসিপেটিং সিস্টেম রয়েছে যা copper 3D vapour চেম্বার দিয়ে ডিজাইন করা। এছাড়া সহজেই যাতে ফোনটি গরম না হয়, সেই কারণে AeroActive Cooler 3 অ্যাক্সেসরি রয়েছে ফোনের মধ্যে অর্থাৎ এর মাধ্যমে ফোনের আভ্যন্তরীণ তাপমাত্রা থাকবে ৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।