Android 10 (Photo Credits: Twitter)

৪ সেপ্টেম্বর: Android 10 Update for Pixel: অনেক প্রতীক্ষার শেষে অবশেষে এসে গেলো Android 10 - এর আপডেট। তবে প্রাথমিক পর্যায় গুগলের একাধিক পিক্সেল মডেলের ফোনে পৌঁছে যাবে Android 10। পিক্সেল (Pixel) ব্যবহারকারীরা আপডেট ফাইল ডাউনলোডারের মাধ্যমে নিজেদের ফোনে Android 10 ইনস্টল করতে পারেন।

এই বছরের শুরু থেকে একটা জল্পনা চলছিল এইবার Android এর কোন ভার্সান আসতে পারে বলে। Android Pie 9.0 -র পর Android 10 নাকি Android Q হবে তা নিয়ে চলছিল জল্পনা। এরপর, গুগলের তরফ থেকে Android 10 কেই সিলমোহর দেওয়া হয়। এতদিন Android -র বিভিন্ন ভার্সানের নাম দেওয়া হত কোনো মিষ্টি বা ডেজার্টের নাম দিয়ে। এবার এসব কিছুই থাকছেনা। আরও পড়ুন, ভারতে টোয়োটা বিক্রিতে আগস্ট মাসে ২৪% ঘাটতি বলছে, টোয়োটা কর্মকর্তারা

নিজের ফোনের সেটিংসে গিয়ে আপডেট করা যাচ্ছে নাকি দেখে নিন। করা গেলে ডাউনলোড করে নিন। তার আগে অতিরিক্ত ডেটা চার্জ লাগছে কিনা দেখে নিন। কতটা ডেটা খরচ হতে পারে তা দেখে নিন। পিক্সেল ফোন ছাড়া বাকি সব ফোনে কবে আপডেট আসবে এখনো জানা যায়নি। তবে তা খুব শীঘ্রই আসবে বলে জানা গিয়েছে।